আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদ রাতের আলোক সজ্জা

আমার ব্যক্তিগত ব্লগ

ছোট বেলায় চাঁদ রাতে আব্বা মোটরসাইকেলে আমাদের নিয়ে বের হতেন, আম্মার অনুরোধে। উদ্দেশ্য আলোক সজ্জ্বা দেখানো। তখন ঈদ উপলক্ষ্যে ঢাকার (হয়তো অন্যান্য বড় শহরেও) বড় বড় দালান ও বিশেষ ভবনগুলো আলোক সজ্জ্বায় সাজানো হতো। খুবই ভালো লাগত। বিষয়টা এরপর বানিজ্যিক হয়ে গেল।

হোটেল আফর মার্কেট গুলোও ঈদ উপলক্ষ্যে শুধু চাঁদ রাত নয় সাড়া রমজানেই সাজিয়ে রাখত। বিশেষ রাস্তাও সাজানো হতে লাগল। এমন কি কোন কোন ছোট মুদি দোকানোও দেখলাম একই কাজ শুরু করেছে। এদিকে বিদ্যুতের এমন সংকট। এখন সব আলোক সজ্জ্বাই নিষিদ্ধ।

তবুও মিস করি সেই চাঁদ রাতের আলো ঝলমল শহর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.