সুখীমানুষ
সংক্ষিপ্ত সংলাপ - ৬১ (মানবতাবাদী দল)
: আম্মু, একি!
: নৌকা
: নৌকায় যাবো?
: হুমম
: ওমা...কি সুন্দর!
: এ্যাই..ই কিনারে যাবেনা
: আম্মু কী পাখি?
: চন্দনি শালিক
: কি স্মার্ট!
: হুমম
: শাপলা!
: হুমম
: বড় পাতাটা কী?
: শালুক পাতা
: ধরে টানি?
: না, পড়ে যাবে!
: তুমি ধরো আমাকে
: আম্মু ছিঁড়েনাতো!
: গভীর পানি, দেরীতে ছিঁড়বে।
: এ মা..! এ বুঝি দোয়েল?
: হুমম
: এত দ্রুত নাচে! বাহ্ সুন্দর তো!
: মা, দূরে এত গাছ?
: বাড়ী, গাছে ঘেরা
: এ বুঝি আমাদের গ্রাম?
: না আরো দূরে
: এত দূরের পরেও দূর আছে?
: হুম..মাঠের পরে গ্রামে, গ্রামের পরে মাঠ
: ঐখানে মানুষ আছে?
: হ্যা, মায়ার খনি বুকে লয়ে এরা মাটি'র মানুষ
: তুমি চিনো?
: হ্যাঁ
: তোমাকে চিনবে? আমাকে?
: এরা সবাই অতিথিপরায়ণ মামনি
: ওমা! এ কি?
: কলার ভেলা
: সব কিছু এত সুন্দর!
: হ্যাঁ মামনি, এ আমাদের দেশ, সুন্দর একটা দেশ।
৩-১১-০৮, ঢাকা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।