আমাদের কথা খুঁজে নিন

   

তোমার কথা প্রায়ই মনে পড়ে, তুমি কেমন আছো?

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! তোমার কথা প্রায়ই মনে পড়ে, তুমি কেমন আছো? ------------------------------------ ডঃ রমিত আজাদ আমার মন যে কতটা খারাপ তুমি বুঝবে না, রৌদ্র কেড়ে নেয়া কালো মেঘের থমথমে নীরবতা দেখেছ? অথবা তুহীন শীতে জমে বরফ হয়ে যাওয়া কোন নদী? তোমার ঐ পেলব হাতটি দাও, স্পর্শ করতো আমার হৃদয়, টের পাও কিছু? তবে আমার বুকের ক্ষত গলে হৃদয়ের ভিতরে ঢুকে যাও, এবার কি দেখতে পাও, সব বেদনা জমাট বেধে কেমন পাথর হয়ে আছে? আচমকা এলে, আচমকা গেলে, এ যেন সুরের বীণা বেজেই থেমে গেল, এ কেমন প্রেম বলতো? তার চাইতে না এলেই পারতে। এটি একটি অপূর্ণ কবিতা, একটি অসম্পূর্ণ গান। না কিছুই নয়, স্রেফ তোমার জন্য নির্মল সাদা কাগজে কলমের ধাতব নিবের নিষ্ঠুর আঁচড় অনেকটা দেরী করেই পরিচয় হয়েছিলো আমাদের, হয়তো তোমার জন্ম হয়েছে অনেক পরে, অথবা আমি পৃথিবীতে এসেছি অনেক আগে, এমনটা না হয়ে যদি সব কিছু সময়মতো হতো, তবে কি ভিন্ন জীবন হতো আমাদের? বাতাসে দোল খাওয়া মাধবীলতা, কার্নিশ ছেয়ে হেসে ওঠা বাগানবিলাস, বাগান ভরা সুহাসিনী ডালিয়া ফুলের উজ্জ্বল বর্ণচ্ছটা, সারাটা বিকেল জুড়ে তোমার প্রতিক্ষা, তোমার কি মনে পড়ে? আমার কিন্তু বেশ মনে পড়ে, তোমার চুলে রৌদ্রের খেলা, তোমার ওড়নার ঝালর, তোমার শাড়ীর আঁচল তোমার কপোলের লাল আভা তোমার ভীরু চোখে উপচে পড়া হাসি, জাপানী কিমানোর মত পরিপাটি তুমি, অনেক কৌতুহলী চোখ এড়িয়ে, অথবা সবগুলো চোখের সামনেই, আমাদের নিষিদ্ধ অভিসার, অস্হির এই পৃথিবীতে একমুঠো সুখ। তুমি কি জানো, আমি এখনো তোমাকে খুঁজি? ঢাকার পথে পথে খুঁজি, ইউনিভার্সিটির ক্যাম্পাসে খুঁজি, মোবাইলের স্ক্রীনে খুঁজি, ফেইসবুকের পাতায় পাতায় খুঁজি, কেন? দু'টি প্রশ্ন করব, তোমার কথা প্রায়ই মনে পড়ে, তুমি কেমন আছো? আমার কথা ভেবে, তোমার মনও কি উন্মনা হয়না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.