আমাদের কথা খুঁজে নিন

   

প্রভাত ফেরি.....

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...

রক্তে মাংশে হাড়ে জ্বলছে আগুন গগণ থেকে গগণে প্রকাশ্যে গোপনে আমি তা ভুলিবো কেমনে আমি যে চাষা ভুষা মাটির রংয়ে গন্ধে উল্লাসে উদ্ভাসে আকাশে বাতাসে দূরে কাছে মরণে বাঁচে......। আগামির পথে যেতে যেতে ক্ষেতের আল ধরে জ্বোনাক জ্বলা রাতে হেটে হেটে ফিরে যাই প্রভাতে । আমি জাত বুঝিনা সাদা কালো রংয়ের খেলায় মাতিনা আমি কারো পিতা না মাতা না নাতিনা বেহালার সুর গম্ভীরার টান উদাসি বিকেলে নৌকার পালে কালে অকালে হাওয়া তুলে চলে নিরন্তন । পথের বাঁকে ঝাকে ঝাকে লুকিয়ে থাকে দেখা হবে ভবে কবে কোথায় কিভাবে? মাতাল করা নেশা হাত ছানি দিয়ে ডাকে । ফিরে যাই তাই যাকে চেয়ে পেয়ে না পেয়ে ভেঙ্গেছি মন্দির তুলেছি নোঙর লেগেছে ভীড় হারিয়েছি নীড় তবুও প্রতীক্ষা অধির । দিন যায় পায়ে পায়ে নিরুপায় চাওয়াগুলো তাকিয়ে থাকে জামার ফাঁকে সূতার বুননে..! তবুও ফিরি যদি হয় দেরি অল্প স্বল্প গল্প লুকোচুরি খেলা লেগে আছে গায় বালি আর ধূলায় কাদা মাটির মাখামাখি বুঝেনিতো কিছু এখনো অনেক বাঁকি কাঁধে কাঁধ লক্ষ কোটি হাত ভেঙ্গেছে বাঁধ সাধ আর সাধ্যের! আজি জীবন বাজি কতো শতো আমার মতো যতো শিশিরে ভেজা পদ্ম জেগে আছে সারা রাত তিমিরি আঁধার কাটিবে রাঙ্গিবে প্রভাত ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।