সামনে পরীক্ষা , সবার দোয়া প্রার্থী কাদের মোল্লার ফাঁসির রায় তো হলনা, মন মেজাজ সবার ই খারাপ, কঠিন কিছু লিখতে চাইছিলাম কুলাঙ্গার টারে নিয়ে কিন্তু সবাই যা লিখার লিখে ফেলসেন, আমি চেষ্টা করে কি লিখব বুঝে উঠতে পারলাম না, তাই ভাবলাম একটা সস্তা খবর দেই।
এ বছর বিশ্বের সবচেয়ে কম ব্যয়ে জীবনযাপনের শহরগুলোর তালিকায় বিস্ময়করভাবে শীর্ষস্থান দখল করেছে ইরানের রাজধানী তেহরান। পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখেও তেহরানের এ অর্জন বেশ গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকার শীর্ষেও রয়েছে এশিয়ার আরেক শহর জাপানের টোকিও। ‘দ্য ইকোনমিস্ট’ পত্রিকার ‘ইন্টেলিজেন্স ইউনিট’ পরিচালিত এক জরিপের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সস্তা শহরগুলোর তালিকায় বরাবরের মতো এশিয়ার দেশগুলোর প্রাধান্য লক্ষ করা গেছে। শীর্ষ ১০টি কম ব্যয়বহুল শহরের মধ্যে পাঁচটি এশিয়ার বিভিন্ন দেশের।
এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার কলম্বো চারে, নেপালের কাঠমান্ডু সাতে, ভারতের রাজধানী নয়াদিল্লি আটে, মুম্বাই নয়ে এবং পাকিস্তানের করাচি রয়েছে দশ নম্বর স্থানে।
ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদনে দ্বিতীয় ব্যয়বহুল শহরের তকমা পেয়েছে জাপানেরই আরেকটি শহর ওসাকা, আর ছয়ে রয়েছে সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটি। এ ছাড়া তৃতীয় ও পঞ্চমে অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্ন শহর।
গত কয়েক বছরে পশ্চিমা দেশগুলোর ব্যয়বহুল শহরগুলোর তুলনায় বেশ এগিয়েছে অস্ট্রেলিয়ার শহরগুলো।
সম্প্রতি অস্ট্রেলিয়ায় মুদ্রাস্ফীতিসহ নানা অর্থনৈতিক কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাচ্ছে। ১০ বছর আগেও ব্যয়বহুল শহরগুলোর তালিকায় ৫০-এর মধ্যে অস্ট্রেলিয়ার কোনো শহরের নাম থাকত না। তবে দুই বছর আগে ব্যয়বহুল শহরগুলোর তালিকার শীর্ষ দশে জায়গা করে নেয় অস্ট্রেলিয়ার শহরগুলো।
জীবনযাত্রার ব্যয় নিয়ে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের জরিপটি তৈরি করা হয়েছে ১৬০টি পণ্য ও সেবার মূল্য ৪০০টি স্থানে কী রকম, তার ওপর ভিত্তি করে।
প্রতি দুই বছর পরপর জরিপটি পরিচালনা করে থাকে ইন্টেলিজেন্স ইউনিট।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।