আমাদের কথা খুঁজে নিন

   

শ্যামা মেয়ে

আমার ভিতর তুমি থাকো আমি কোথায় রই, আমি না থাকিলে তোমার থাকার জায়গা কই?

কতদিন দেখিনা তোরে! ভালো আছিস শ্যামা মেয়ে? সন্ধ্যার তারারা এখনো কি আমার কথা বলে তোর কানে কানে? মাঝরাতে যখন ঝম ঝম করে বৃষ্টি নামে শ্রাবনের দামাল হাওয়া, সাজানো বাগানের বৃক্ষ পল্লব এলোমেলো করে ছুটে যায় তখন কি- রবী শংকর বেজে উঠে তোর বুকের অতলে? কৃষ্ণচূড়া বাঁধানো জীবনের সাজানো পথে এখন কার হাত ধরে হাঁটিস তুই? কার চোখে খুঁজিস তোকে? ছেলে মানুষী বায়নাগুলো তুলে নেই কাঁধে। এখনো ব্রহ্মপুত্রের উপর চাঁদ খেলে ঢেউ ভাঙ্গে, কাশফুলে ভরে উঠে পাড়। সন্ধ্যার সোনা রঙ মেখে এখনো ঘরে ফেরে সুন্দর; শুধু আমাদের স্বপ্নগুলোই হারিয়ে গেল! আমিতো চাইনি বিষাদের বালিয়াড়ি দুচোখ ভরে নুনের জ্বালা!! অথচ- আজো আমার দিগন্ত জুড়ে একটাই মুখ আমার চলার পথে কেবল একটাই ছায়া সমস্ত চরাচর ব্যাপী কেবল একটাই কণ্ঠস্বর। ওরে ম্লান মেয়ে- তুই কেমন করে, কখন এতটা আপন হলি বুঝতে পারিনি। আবার কেন হারিয়ে গেলি? তুই বিহনে কেমন করে বেঁচে থাকি বল? পাগলী- তোর আকাশে আজ রংধনুর সাত রঙের খেলা, কি করে বুঝবি তুই স্বপ্ন পোড়ার জ্বালা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।