রাজা
বাংলার পাখী শ্যামা - চমৎকার গায়ক পাখী - তার গলায় বিভিন্ন সুর খেলা করে। এটি আরেক গায়ক পাখী নাইটেঙ্গেল এর প্রতিযোগী। মানুষের আবাস সাধারণত এড়িয়ে চলে। বাংলার বড় বড় বনে এদের দেখা পাওয়া যায়। এপ্রিল -জুন এদের প্রজজন ঋতু। বৈজ্ঞানিক নাম Copsychus malabaricus এটি Muscicapidae গোত্রের অন্তর্ভুক্ত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।