মুক্তচিন্তার প্রকাশনা ভাষাচিত্র তরুণ লেখকদের সৃজনী ভাবনা আর স্বপ্নে লালিত। প্রতিষ্ঠার শুরু থেকেই ভাষাচিত্র তাই তরুণ লেখকদের সৃজনীচিন্তার বিকাশে সদা প্রচেষ্ট। ভাষাচিত্র থেকে এরই মধ্যে প্রকাশিত হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক তরুণ কবি ও লেখকদের বই। তরুণদের উল্লেখযোগ্য বইয়ের তালিকায় আছে: বিজয় আহমেদ এর কবিতার বই 'সার্কাস তাবুর গান', আহমেদ ফিরোজ এর কবিতার বই 'কাঠ মানুষের কলমাবির্ভাব', সিদ্ধার্থ শংকর ধর এর কবিতার বই 'এ প চাঁদের চেয়ে অন্য কিছু প্রিয় হোক', কাফি কামাল এর কবিতার বই 'প্রসবকালীন ভাববিদ্যুৎ', জহির সুমন এর কবিতার বই 'বিন্দু বৃত্তের চা দৌড়', মশিউর মিঠু এর 'নতুন মুদ্রায় তুমি', যুবা রহমান ও মামুন খান সম্পাদিত কবিতার বই 'শূন্য দশকের প্রেমের কবিতা', আবু তাহের সরফরাজ এর গল্পের বই 'ভূত-ভবিষ্য চাবুকের ভাষা'।
এছাড়া বের হয়েছে সাইমন জাকারিয়া, অলক বসু, তানভীর আহমেদ সিডনী, রুমা মোদক ও রাহুল আনন্দ এর লেখা নাটকের বই 'পাঁচ তরুণের ৫টি নাটক', বের হয়েছে তরুণ নাট্যশিক্ষক ও নাট্যগবেষক মীর মেহবুব আলম এর নাট্য বিষয়ক বই 'উন্নয়ন নাট্যচর্চা ও শিল্পভাবনা', অলক বসু এর নাটকের বই 'এবং অশ্বমেধ যজ্ঞ'।
ভাষাচিত্র থেকে খুব শিগগীরই প্রকাশিত হতে যাচ্ছে স্বাপ্নিক একটি প্রকল্প। 'পাণ্ডুলিপি সিরিজ'। এই সিরিজটি হবে সম্পূর্ণ তরুণ লেখকদের লেখা দিয়ে সাজানো। প্রতি বছর এই সিরিজ থেকে বই হবে দশটি।
আগামী একুশে বইমেলা উপলক্ষে ভাষাচিত্র থেকে প্রথমবারের মতো বের হচ্ছে দশ জন নির্বাচিত তরুণের দশটি বিষয়ের উপর নির্বাচিত গ্রন্থ।
যে সব তরুণের এখনও কোন বই প্রকাশ হয়নি, কেবল সে সব স্বাপ্নিক তরুণগণ তাদের পাণ্ডুলিপি নিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন, দ্রুত। পাণ্ডুলিপি হতে হবে দুই ফর্মার মধ্যে। বইটি ছাপা হবে পেপার ব্যাক কাভারে। প্রবন্ধ, ছোটগল্প, অনুবাদ, সাক্ষাতকার, মঞ্চনাটক, ছড়া, জীবনী, কবিতা, ভ্রমণ ইত্যাদি বিষয়ে যাদের আগ্রহ আছে তাদের সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো।
যোগাযোগ করতে পারেন এই নাম্বারে : ০১৭১১৩২৪৬৪৪।
অথবা :
ভাষাচিত্র
৭৬ আজিজ মার্কেট ৩য় তলা
শাহবাগ, ঢাকা ১০০০
আগামী ১৫ নভেম্বরের মধ্যে যোগাযোগ করতে হবে।
এছাড়া স্বপ্নবিলাসী, যারা স্বপ্নকে ধারণ করেন, লালন করেন এবং স্বপ্নের ফেরি করে বেড়ান তাদের যে কোন স্বাপ্নিক প্রকল্প নিয়ে কথা বলার জন্য ভাষাচিত্র সবসবয় অপেক্ষমান, সারাবছর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।