ক্ষেপাইতে চাইলে akayes@yahoo.com মেইল করেন :)
সম্প্রতি বাংলাদেশে ওয়াইম্যাক্স এর লাইসেন্স প্রদানের ঘটনাটি সম্ভবত বাংলাদেশ সরকারের একটি যুগান্তকারী ঘটনা। কারণ এযাবতকালের ইতিহাস বলে উন্নয়ন সম্পর্কিত যে কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ধীরগতির কাছে কচ্ছপও বোধহয় বাংলাদেশ সরকারের কাছে হার মানবে। সে ক্ষেত্রে এটি একটি বিরল দৃষ্টান্ত। এমন একটি সাম্প্রতিক প্রযুক্তি ব্যাবহারের অনুমতি প্রদানের জন্য বাংলাদেশ সরকার অবশ্যই সাধুবাদ পেতে পারে। সন্দেহ নেই যে, এই প্রযুক্তি চালু হলে দেশে টেলি ও ডাটা সেক্টরে নতুন মাত্রা যোগ হবে।
এবার আসা যাক বাংলাদেশ পরিপ্রেক্ষিতে ওয়াইম্যাক্স প্রযুক্তি কতটুকু ভূমিকা রাখতে পারবে। এ বিষয়ে বলতে গেলে আমাদের প্রথমেই তাকাতে হরে উন্নত বিশের দেশগুলির দিকে, যারা প্রযুক্তি এবং যোগাযোগ খাতে সামনের সারিতে। তারা এই নতুন প্রযুক্তি কতটুকু কাজে লাগাতে পেরেছেন বা লাগাচ্ছেন। ওয়াইম্যাক্স নেটওয়ার্ক স্থাপন প্রকৃয়া, ইক্যুইপমেন্ট, ইনস্টলেশন, মেইনটেন্যান্স একটি বিশাল বাজেট এর ব্যাপার যা মোবাইল/সেল ফোন সার্ভিস কোম্পানীর ইন্সটলেশন ও মেইনট্যানেন্স এর সাথে তুলনা করা যেতে পারে। তবে খরচটা নির্ভর করবে তারা কতটা এরিয়া কাভার করতে চায় কারণ তারা যে এরিয়া কাভার করতে চাইবে সেখানে মোবাইল ফোন কোম্পানীর মত একটি করে এক্সেস পয়েন্ট বসাতে হবে।
যারা ইউরোপ, আমেরিকা বা ইংল্যাংন্ডে বসবাস করেন তারা একমত হবেন যে এখনো পর্যন্ত তারা সেখানে ডিএসএল ইন্টানেটই ব্যাবহার করে আসছেন। কারণ ওয়াইম্যাক্স প্রযুক্তি চালু হলেও এখনো তা সীমিত এরিয়ায় এবং পরীক্ষা-নিরীক্ষার পর্যায়েই রয়ে গেছে। যার ফলে এই সকল উন্নত দেশে বসবাসকারী ইন্টানেট ব্যাবহার কারীদের মধ্যে নির্দিষ্ট কিছু এলাকার মুষ্ঠিমেয় কিছু ব্যাবহারকারী এই সুবিধা পাচ্ছেন।
বাংলাদেশে যে পরিমান ইন্সটলেশন ও মেইনট্যানেন্স কষ্ট আসবে সেই তুলনায় ইউজার পরিমান অত্যান্ত নগন্য সেই সাথে উচ্চ খরচে ইন্টানেট ব্যাবহার করাও আমাদের সামর্থের বাইরে। যদিও এর ব্যাবহার খরচ বেশী হওয়ার কথা নয় কিন্তু ক্লায়েন্ট স্বল্পতার কারণে সরকার যদি প্রাথমিক পর্যায়ে ভর্তুকি না দেয় কম খরছে ওয়াইম্যাক্স সংযোগ আপাতত স্বপ্নই থেকে যাবে।
এখন আমাদের দেখার বিষয় হলো, লাইসেন্স নিয়েতো বিশাল হৈ-চৈ হলো, এত প্রতিকূলতা সত্বেও সাহস করে কোন কোম্পানী এই সুবিধা দিতে আগে এগিয়ে আসে, চেয়ে আছি তাদেরই প্রতিক্ষায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।