আমাদের কথা খুঁজে নিন

   

ডিপ্রেশন ও হিম কার্তিকের হাওয়া

http://joyodrath.blogspot.com/

পনের দিনের শীত, ওর জন্য আবার তিনদিনের লালগালিচা! অক্টোবরশেষের ডিপ্রেশন আর হিম কার্তিকের হাওয়া মিলেমিশে আমার জীবনটাকে জীবনাতিরিক্ত হাহাকার দিয়ে ভরিয়ে তুলবে নাকি? স্যান্ডেলের ভেতর আঙুল জমে বরফ, প্যাঁচপ্যাঁচে রাস্তায় হাঁটি। আধাঘণ্টার ছুটি পেয়েছি এই সন্ধ্যায়, যুক্তির ব্যায়াম থেকে, আনাজপাতির মুহুর্মুহু প্রয়োজন থেকে, পুত্রের মোটরগাড়িগুলোর পেছনে লাগাতার ধাওয়া করবার দায় থেকে, স্ক্রীনে মিনিমাইজ হয়ে থাকা সময়খেকো ব্লগগুলো থেকে। এই আধাঘণ্টা আমার, কী ফূর্তি, একান্তই আমার, আমি ভেসে বেড়াই ডিপ্রেশনের মেঘমেদুর ছন্দে আমার অতীতে, হাহাকারগুলোর ভেতর, যেসব হাহাকারের অর্থ আমার মগজে আর কোনোদিন পরিস্ফূট হয়ে উঠবে না! [এই লেখাটিকে যিনি পাদটিকা মনে করবেন তিনি আমার ব্লগপাতা থেকে "শীতকালীন বৃষ্টি" কবিতাখানি পড়ে আসতে পারেন।]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.