আমাদের কথা খুঁজে নিন

   

মানসিক রোগ বিষণত্না বা ডিপ্রেশন

:)

বিষণত্না একটি অসুখ যা কখনো কখনো শারীরিক সমস্যার জন্যও হয়ে থাকে আবার কখনো অন্য কোনো কারণেও হয়ে থাকে৷ আত্মহত্যার প্রধান কারণ বিষণত্না৷ বিষণ্নরোগী নেতিবাচক চিন্তায় জড়িয়ে যায়৷ সে নিজেকে সব ধরনের ক্ষেত্রে পরাজিত ভাবে৷ কোনোভাবেই আত্মবিশ্বাস খঁুজে পায় না৷ কারণ * বিষণত্না পারিবারিক বংশপরম্পরায় চলতে পারে৷ মা-বাবা উভয়ে বিষণত্না রোগে ভুগলে সন্তানদের বিষণত্না হবার ঝুঁকি সবচেয়ে বেশি৷ পুরুষের তুলনায় নারী বেশি পরিমাণ বিষণত্নায় ভোগে৷ নারীদের সামাজিক প্রেক্ষাপটকে এই হারের জন্য দায়ী করা হয়৷ বয়স একটি ফ্যাক্টর৷ বিষণত্নার গড় বয়স ২০-৪০ বছর৷ ইদানীং গবেষণায় দেখা যাচেছ শিশুরাও বিষণত্নায় ভোগে৷ সোস্যাল স্ট্রেস বা পারিপাw©র্শ্বক কাজের চাপ বিষণত্নার একটি ফ্যাক্টর৷ উপসর্গ * ওজন কমে যায় * কাজে উত্‌সাহ থাকে না * মন ভালো থাকে না * অপরাধ বোধ জণ্মায় * কিছুতে আগ্রহ পায় না * কোনো কিছুতে আনন্দ পায় না * ঘুমে সমস্যা হয় * প্রায় প্রতিদিন ক্লান্তি, অবসাদে ভোগে * চিন্তা করার সামর্থ্য কমে যায় * মনোযোগ ধরে রাখতে ব্যর্থ হয় * প্রায় প্রতিদিন সিদ্ধান্তহীনতায় ভোগে * ক্ষুধা কমে যায় * পেটের সমস্যা দেখা দেয় * শরীর দুর্বল লাগে * শরীরের বিভিন্ন অংশে ব্যথা অনুভূত হয় * আত্মহত্যার প্রবণতা দেখা যায়, বেঁচে থাকার ইচ্ছা কমে যায়৷ শারীরিক সমস্যার জন্য যখন বিষণত্না দেখা দেয় তা বুঝার উপায়: * বেশি বয়সে বিষণত্না দেখা যায় * অতীতে কখনো মানসিক কোনো সমস্যা ছিল না * পারিবারিক কোনো মানসিক সমস্যা নাই৷ করণীয় বিষণত্না একটি অসুখ এজন্য দেরী না করে চিকিত্‌সকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে৷ ***ঔষুধ সেবন ও ব্যবহারের ক্ষেত্রে রেজিষ্টার চিকিত্‌সকের পরামর্শ নিন৷

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.