আমাদের কথা খুঁজে নিন

   

ডিপ্রেশন

অতীতকে নিয়ে নস্টালজিক হতে ভালোবাসি, ভবিষ্যতের স্বপ্ন দেখতেও।

অন্ধকারের গান শুরু হয় অদ্ভুত এক স্বরে - শক্ত চোয়াল, বিরাট কপাল, পুড়ে যায় জ্বরে, কপালের ভাগ্যগুলো একে একে মরে তোমার মগজ ছাঁই করে দেয় বিষন্নতার ঝড়ে। তুমুল বাতাস উড়িয়ে নেয় স্বপ্ন ঘেরা মন, হাতড়ে হাতড়ে খুঁজতে থাকো সময় কিছুক্ষন, অসম্ভবের সম্ভবনা ভাবছে কয়েকজন - কিন্তু, শুধু তুমিই জানো অন্ধকারের পন। নিরাশাতে হাল ছেড়ে দাও, ছেড়ে দাও সবকিছু, কালো রঙের তুমি ধেয়ে আসছে তোমার পিছু, ঘামের বিন্দু চুলের ডগায় হচ্ছে উঁচু নিচু, পোড়া কপাল, ছাঁই মগজে, ভাবছো অনেক কিছু। সব ভাবনা এলোমেলো হয়ে গেলো উড়ে। স্বপ্ন ডানায় গা এলিয়ে যাচ্ছে বহুদুরে। অন্ধকারের বাজনা তোমার অস্তিত্ব জুড়ে, তুমিহীন এক শূন্যতায় খাচ্ছে কুড়ে কুড়ে। ২০/১০/২০০৮

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.