আমাদের কথা খুঁজে নিন

   

শিরোনামের দরকার নাই

তবু আমি আলোর স্বপ্ন-ই দেখি

বহুতদিন আগে কোনো এক ঝুম বৃষ্টির দুপুরে এই লাইন কয়টা (কোবতে বলছি না) লিখছিলাম.....গত দুইদিন যাবৎ আবহাওয়ার অবস্থা দেইখা এইটা পুস্টাইতে ইচ্ছা করলো... ------------------------------------------------------- আজ বরষা... জানালার কার্নিশে বসা কাকগুলোর ভেজা ডানায় ঠান্ডা নির্লিপ্ততা, চোখে শুন্য দৃষ্টি। অথবা একাকী কোনো বৃক্ষ - আকাশের কষ্ট গায়ে মেখে স্থবির সে আজ। ওরা কেউ আর ভিজতে চায় না। চায় একটুকু আলো... হায়......... ওদের আর্তি মেঘেদের কানে পৌঁছে না, এ বিশাল দুরত্ব যে ঘুচবার নয় ! অসহায় কাক আর বোবা গাছেদের তাই অপেক্ষাই শুধু সার হয়।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.