একবার কোন এক মহিমান্বিত রাতে উত্তরবংগের আয়োডিন অভাবজনিত এলাকায় এক শিশুর জন্ম হৈলো...অত্যন্ত পরিতাপের বিষয় মোল্লা সল্ট না খাওয়ার কারণে ছেলেটির বুদ্ধিবিকাশ সঠিক ভাবে বিকশিত হলো না...আয়োডিনের অভাবে তার নাকি গলগন্ড রোগও হয়েছিলো..সেটা পোস্টের মূল বিষয় নয়..বিষয় হচ্ছে আয়োডিনের অভাবে একজনের বুদ্ধিপ্রতিবন্ধিতে রুপান্তরিত হয়া..খুবই সেড বিষয়
তারপর বয়:সন্ধিকালে যকন লোকজনের নাভির চার আংগুল নিচে চুল গজায় তখন সে মহাবিষ্ময়ে দেখতে পেলো তাহার সেখানে চুল গজানোর কোন লক্ষণ নেই...সে খোদার বিচার মেনে নিয়ে নিজেকে আবাল পরিচয়ে পরিচিত করতে লাগল...
অত:পর যকন সে মাউস আর কিবোর্ড হাতে পেলো তকন সে সামু নামক ব্লগে পদার্পণ করিলেন.....সে কাঠাল পাতা খাদক গোত্রীয় প্রাণী হয়া স্বত্তেও নিজের সোগা বাচাইতে চুপ চাপ থাকিতে লাগিল..অত:পর কোন এক বিশেষ রাত্রে কাঠাল পাতার গ্রহনের বদহজম জনিত কারণে একটা পোস্ট প্রসব করিলেনআমার প্রিয় ব্লগার তালিকা। আর কারে কারে এই তালিকায় রাখা যায় সাজেশান প্লিজ..
পোস্টে জায়গা পাইয়া অনেকে চৈতোন্য ফিরে পেয়ে প্রথমে একটা কমন ডায়লগ দিলেন..এই আবালটা কে????
তারা ফাস্ট এই আবালের নাম প্রথম শুনেছে তো তাই এমুন ডায়লগ দেওয়ার কারণ...অত:পর ঐ আবালের জীবন বৃত্তান্ত খুজে দেখতে হলো এমুন আবালগিরির কারণ কি???জীবন বৃত্তান্ত অনুসন্ধান করে কয়েকটি গোপন কথা প্রকাশ পেয়েছে তার ব্যাপারে..দেকা যাক সেগুলো কি???
১। সে জোকার নালায়েকের ঘেটু পোলা...তাই জোকার নায়েককে কটুক্তি করা সব ব্লগারকে ঐ পোস্টে স্থান দিয়াছে ( বিশ্বস্ত সুত্র থিকা প্রকাশ)
২/ ঐ দিন কাঠাল পাতা বেশি খাওয়ার কারণে হজমে সমস্যা হয়ায় এমুন পোস্ট ল্যাদানো হয়েছে
৩/ গুহ্যদ্বারে গুড়াকৃমি বেড়ে চাওয়ায় চুলকানি কমাতে এমুন পোস্ট
৪/ সম্প্রতি মগবাজারে একটি জব অফার পেয়েছেন..অত;পর পেমেন্ট হালাল বিষয়িক পোস্ট
টু্ বি কন্টিনিউড....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।