♪ একা পাখি বসে আছে শহুরে দেয়াল... শীষ দিয়ে গান গায় ধূসর খেয়ালে...♪
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, ‘ট্রাইব্যুনালের কর্মকাণ্ডে সরকারের যে কোনো প্রভাব নেই, তা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশের রায়ে প্রমাণিত হয়েছে। ’ এ সময় প্রতিমন্ত্রী জামায়াতের প্রশংসা করে বলেন, জামায়াতের তরুণ কর্মীরা নিজামী, মুজাহিদের চেয়ে ভালো।
আজ মঙ্গলবার জামায়াতের নেতা কাদের মোল্লার বিরুদ্ধে রায় ঘোষণার পর সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
শামসুল হক বলেন, ‘দেশের মানুষের প্রত্যাশিত রায় হয়নি, এ কথা যেমন সত্য, তেমনি এ রায়ে সরকার কোনো ধরনের প্রভাব খাটায়নি, এ কথাও সত্য। ’ তিনি বলেন, ‘বিচার করেছেন ও রায় দিয়েছেন আদালত।
আদালত যা করবেন, তার প্রতি আমাদের সন্তুষ্ট থাকতেই হবে। যদিও আমার ব্যক্তিগত প্রত্যাশা ছিল সর্বোচ্চ শাস্তি হবে। ’
জামায়াতের সঙ্গে সরকারের আঁতাত হয়েছে—এমন অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সবকিছু ভিত্তিহীন। মানবতাবিরোধী অপরাধীদের সঙ্গে কোনোভাবেই সরকারের সুসম্পর্ক থাকতে পারে না। ’
তবে কেন গত কয়েক দিন জামায়াতের কোনো কার্যক্রমে বাধা দিচ্ছেন না বা জামায়াতকে কেন শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি দেওয়া হলো—এসব প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘জামায়াতের তরুণ কর্মীরা মুচলেকা দিয়েছিল যে তারা শান্তিপূর্ণভাবে এ সমাবেশ করবে।
এ ছাড়া তারা একটি নিবন্ধিত সংগঠন, সমাবেশ করার সুযোগ তো দিতেই হবে। সুযোগ দিয়ে তাদের পরীক্ষা করা হলো অতীতের মতো তারা তাণ্ডব করে কি না। ’ প্রতিমন্ত্রী বলেন, জামায়াতের তরুণ কর্মীরা নিজামী, মুজাহিদের চেয়ে ভালো।
আজকের ডাকা হরতাল প্রসঙ্গে শামসুল হক বলেন, ‘এ হরতাল অযৌক্তিক। তারা আজকের হরতালে একজনকে হত্যা করেছে।
ওই পরিবারের কাছে গিয়ে আমি বুঝতে পেরেছি তাদের মানসিক অবস্থা কতটা বিমর্ষ। ’
টুকু + শিবির ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।