সুখীমানুষ
তোমার নাম ধরে ডাকলাম গলা খুলে
ফসল কাটা শীতের মাঠে দাড়িয়ে।
প্রতিধ্বনি হলোনা, মিলায়ে গেল কুয়াশায়
আবার ডাকলাম, আবার, আবার...
তোমার মুখ মনে পড়ে, শীতের চাদরে ঢাকা
মায়াবী সেই মুখ।
হারায়ে গেলে শত অভিযোগ দিয়ে
খুঁজিনি শত অভিযোগ রয়েছে বলে আমারও।
কিন্তু মন তো মানেনা, লজিক দিয়ে ঝগড়া হয়,
লজিক দিয়ে মনকে মানানো যায়না।
আজ তোমার নাম ধরে ডাকলাম,
মনটা হালকা হয়ে গেল।
এ এক পরম শান্তি।
২৯-০৯-০৭, প্রেমবাগান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।