আমাদের কথা খুঁজে নিন

   

টেকি পোস্ট: কিভাবে কম্পিউটর বন্ধ করবেন ?

দেখবেন নাকি একবার ব্যবহার করে :)

কাঙাল মামার পোস্টে "একজন ব্লগার" এর রিকোস্টে কিভাবে কম্পিউটার বন্ধ করবেন : ১. start -> turn off computer -> turn off 2. start -> shutdown computer 3. desktop->shutdown->shutdown 4. sudo halt 5. sudo poweroff 6. apple(icon)->shutdown->shutdown 7. press and hold power button for 4-10 sec ৮. উপিএস অফ কইরা দেন ৯. মালটিপ্লাগের সুইচ অফ কইরা দেন ১০. তাও কাম না হইলে পুরা বাড়ির কাটাউট খুইলা দেন ১১. তাও কাম না হইলে ফ্রিজ থেইকা ১ বতল ঠান্ডা পানি (এটলিস্ট ২৪ ঘন্টা ফ্রীজে ছিল) আইনা কম্পিউটারের বড় বাক্সে ডাইলা দেন ১২. তাও কাম না হইলে কোপা সামচুর থাইকা কুড়ালটা আইনা একটু প্রেকটিস করেন (নিজে না পারলে তারে রিকোস্ট করেন) ১৩. তাও কাম না হইলে বিদ্যুত উন্নয়ন বোর্ডে ফোন কইরা বিদ্যুত বন্ধ করতে রিকোস্ট করেন (আমি শিউর কাম দিব) ১৪. তাও কাম না করলে , বন্ধ করার দরকার কি, যাইয়া ঘুম দেন লোডশেডিং এ একটু পরেই নিজে নিজে বন্ধ হইয়া যাইব। ১৫.বড় বাস্কটা লয়া পাশের ডোবায় চুবাইতে থাকেন *আপনার নতুন উয়ে এড্য করতে থাকুন, আমি একটু ঘুরে আসি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.