সুখীমানুষ
সংক্ষিপ্ত সংলাপ - ৪৮ (উদাসিনী-অবহেলা'র কষ্ট)
: হ্যালো
: হুমম
: পৌছেছো?
: হ্যাঁ
: আমার মিসকল কই তবে?
: দরজা খুলছি মাত্র
: দেরী কেন?
: ট্রাফিক
: টেনশনে থাকি
: তবু একদিনও আগে পরে হয়না!
: মানে?
: দেরী হলেও কখন বাসায় আসি কি করে বুঝো?
: কেন?
: যত দিনই অপেক্ষার পরে কল দাও, তখনই দরজায়
: এ হলো মনের টান
: তাই বুঝি ?
: হ্যাঁ গো, বুকের দড়জায় কড়া নাড়ে তোমার পায়ের ছাপ
: যে বুকে আমার মাথা স্বপ্ন দেখি, সেখানে কিনা পা!
: ঐ পায়ের বেশী যোগ্য তো নয় এই বুক
: উল্টো
: দাসী হয়ে রবো, রাণী করে রেখো
: পূজারী হয়ে রবো, দেবতা করে রেখো।
: (তোমার কাছে এক পৃথিবী সুখ, বুঝাতে পারিনা)
: (তোমার জন্য মরতে পারি, এ সবচেয়ে সহজটি, বলতে পারিনা)
২৩-১০-০৮, ঢাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।