সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে
আইসিএলে কিছু ক্রিকেটার চলে যাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের অনেকেই ভরাডুবি আশংকা করলেও, বর্তমান তারুন্য নির্ভর দল বেশ ভালোই দেখিয়েছে! নিউজিল্যান্ডকে ওয়ানডে ম্যাচে হারিয়েও দিয়েছে! ১ম টেষ্ট ম্যাচটা নাকের সামনে দিয়ে চলে গেল! অবশ্য আমাদের দলের দোষ না, কারন এরা যেমন নতুন আর অনভিজ্ঞ তেমনি এখন অতটা পরিনত হতে পারে নাই যে কিভাবে মানসিক চাপকে সামনে রেখে খেলতে হয়! যাহোক ১ম টেষ্টে অভিজ্ঞতাই ব্যবধান গড়ে দিলো! যাহোক জাতীয় ক্রিকেট দলের এহেন পারফরমেন্সে আবার চোখ পড়েছে আইসিএল এর! ১ম টেষ্ট ম্যাচ চলাকালীন সময়েই ক্রিকেটারদেক দিচ্ছে ফোনের পর ফোন। তারপরও এই তরুনরা দেশের কাছে বিশ্বস্ত থেকে অঢেল টাকার প্রলোভনকে পদদলিত করেছে! সাবাস তোমাদের এই তেজদিপ্ত মনোভাব!
তথ্যসূত্রঃ বিডিনিউজ!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।