আমাদের কথা খুঁজে নিন

   

নিপীড়কের গদীতে, আগুণ জ্বালো একসাথে!

কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

অবশেষে পাশব দাঁতগুলি বাইর করলেন তারা...নোংরা চেহারায় ফুটলো প্রতিশোধপরায়ন মাস্তানের সকল বলিরেখা...জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, যেইখানে শিক্ষক-প্রাক্তন ছাত্রনেতা-সরকারী প্রতিনিধি-গণ্য ব্যক্তিরা একলগে চা পান করে আর সুবিধাভোগী আলোচনা করে (নিজ চোখে দেখার অভিজ্ঞতা থেইকা কইতেছি), তারা নোংরামির চূড়ান্ত প্রকাশ ঘটাইলো... নিপীড়ক ছানিরে যারা অপরাধ সন্দেহাতীত প্রমাণিত না হওয়ার অজুহাতে বাঁচাইলো চক্রান্ত কইরা, তারা আজকে সন্ধ্যায় আবার সাধারন মানুষের ট্যাক্সের টাকায় চা-পানি খাইয়া আন্দোলনরত ৬ ছাত্র-ছাত্রীরে বহিষ্কার করনের সিদ্ধান্ত নিছে। এইখানে সন্দেহ থাকনটা বাঞ্ছনীয় নয়। ছাত্রদল-ছাত্রলীগের মাস্তানেরা এখন আবার দখলে নিবো বিশ্ববিদ্যালয়ের আঙিনা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.