আমাদের কথা খুঁজে নিন

   

অনূদিত জেনগল্প ৩১ : ভালোবাসলে মন খুলে বাসো

জেনকে বোঝা কঠিন, এর মানে এটা বোঝা যে এটা বোঝার জন্য নয় ; জেনকে বোঝা সহজ, এর মানে এটা না-বোঝাই হলো এটাকে বোঝা।

বিশজন ভিক্ষু ও এশুন নাম্নী একজন সন্ন্যাসিনী কোনো এক জেনগুরুর সাথে দলীয়ভাবে ধ্যানচর্চা করত। এশুন ছিল খুবই সুদর্শনা, যদিও তার মাথা ছিল কামানো এবং পোশাক সাদাসিধে। ভিক্ষুদের কয়েকজন গোপনে তার প্রেমে পড়ে গিয়েছিল। তাদের মধ্যে একজন তো ব্যক্তিগত সাক্ষাতের অনুরোধ জানিয়ে রীতিমতো এক প্রেমপত্রই লিখে বসে। এশুন এ পত্রের কোনোই জবাব দেয় নি। পরদিন জেনগুরু দলের সামনে একটা বক্তৃতা দেন। বক্তৃতা শেষ হওয়ামাত্র এশুন জেগে ওঠে। যে ভিক্ষু তাকে প্রেম নিবেদন করেছিল তাকে উদ্দেশ্য করে সে বলে, যদি তুমি সত্যি আমাকে খুব ভালোবাসো, তাহলে কাছে এসে এক্ষুনি আমাকে আলিঙ্গন কর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।