জেনকে বোঝা কঠিন, এর মানে এটা বোঝা যে এটা বোঝার জন্য নয় ; জেনকে বোঝা সহজ, এর মানে এটা না-বোঝাই হলো এটাকে বোঝা।
একদিন জাপান সম্রাট জেনশিক গুদো ওয়াফু নিশিজিমা (১৯১৯-) কে জিজ্ঞেস করলেন, 'মৃত্যুর পরে একজন বোধিপ্রাপ্ত মানুষের ক্ষেত্রে কী ঘটে ?'
'আমি কী করে বলব ?' গুদো জবাব দিলেন।
'কারণ আপনি তো একজন শিক্ষক' সম্রাট বললেন।
গুদো বললেন, 'তা বটে, কিন্তু মৃত কেউ নই।'
অনুবাদ : জেন সাধু
এ গল্প থেকে আমরা কী শিক্ষা পাই ?
১.
২.
৩.
৪.
৫.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।