আমাদের কথা খুঁজে নিন

   

অনূদিত জেনগল্প ৭ : কল্পনা

জেনকে বোঝা কঠিন, এর মানে এটা বোঝা যে এটা বোঝার জন্য নয় ; জেনকে বোঝা সহজ, এর মানে এটা না-বোঝাই হলো এটাকে বোঝা।

একদা মহান তাও সাধক চুয়াং জু স্বপ্ন দেখলেন যে তিনি প্রজাপতি হয়ে এদিক-সেদিক পাখা ঝাপটাচ্ছেন। ওই স্বপ্নে তাঁর কোনো ব্যক্তি চেতন ছিল না। তিনি ছিলেন কেবলই একটি প্রজাপতি। সহসাই তিনি জেগে উঠলেন এবং দেখলেন তিনি শুয়ে আছেন, যিনি আবারো একজন ব্যক্তি।

তখন তিনি ভাবলেন, 'আমি কি একজন মানুষ ছিলাম যে কল্পনা করছিল একটি প্রজাপতি হয়ে যাওয়া বিষয়ে ? অথবা আমি কি এখন একটি প্রজাপতি যে কল্পনা করে একজন মানুষ হওয়া বিষয়ে ?' অনুবাদ : জেন সাধু এ গল্পের সম্ভাব্য কয়েকটি শিক্ষণ ১.স্বপ্নে বাস্তব ও কল্পনা প্রায়শ গুলিয়ে যায়। কোনটা বাস্তব কোনটা কল্পনা তা আলাদা করা মুশকিল হয়ে পড়ে। কিংবা, স্বপ্ন কি আমাদের কিছু বলতে চায় ? যদি হ্যাঁ হয়, তাহলে কীভাবে আমরা জানতে পারব যে কোন স্বপ্নের মানে আসলে কী ? ২.যখন কেউ একজন একটি প্রজাপতি, তখন তার কোনো জাগতিক সংকট নেই। সে তখন পিছুটানহীনভাবে পৃথিবীময় উড়ে বেড়াতে পারে। সম্ভবত তাও সাধক চেয়েছিলেন তাঁর দায়িত্ব-কর্তব্য ও বাধাবন্ধন থেকে মুক্ত হতে।

কিংবা, তিনি চেয়েছিলেন শান্তি ও স্বস্তি। ভেবেছিলেন তিনি সন্নাসী নন, একজন সাধারণ মানুষ, যার দায়দায়িত্ব অনেক কম। ৩.প্রত্যেক মানুষই নিজের বাস্তব অস্তিত্ব থেকে এক বা একাধিকবার এ ধরনের বিযুক্তি উপলব্ধি করে। কিংবা, 'আমি চিন্তা করি, অতএব আমি আছি'--- এই প্রক্রিয়ার বাইরে আমরা আর কীভাবে জানি যে প্রকৃতপক্ষে আমরা অস্তিত্বশীল ? ৪.গল্পটি একটি চলচ্চিত্র দেখার মতো। অথবা, এটি নিছক একটি দার্শনিক প্রপঞ্চ।

৫.গল্পটি ফ্রানজ কাফকার 'মেটামরফোসিস'-এর কথা মনে করিয়ে দেয়। কেমন হবে যদি একদিন আমি ঘুম থেকে জেগে উঠে দেখি যে আমি রূপান্তরিত হয়ে রীতিমতো কীটে পরিণত হয়েছি? এ গল্প আমাদের আর কী শিক্ষা দেয় ? ১. ২. ৩. ৪. ৫.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।