প্রশ্ন গুলো সহজ আর উত্তর ও তো জানা.....
"স্বপ্নের দৈন্য"
একটা কোনো বিশ্বাসী মন ধরবে আমার হাত
ঘর সাজাবে গান শোনাবে ভোর করে দেবে রাত,
কোলে আমার ঘুমন্ত এক সুস্থ শিশুর মুখ
বন্ধু আমার ঐটুকুতে ভরবে না যে বুক।
একটা ভাঙা কুটীর একটা বেলজিয়ামের আয়না
বর্ষা এলে খিচুড়ি আর আলমারিতে গয়না,
বারান্দাটতে ঝুলবে খাঁচায় কথা বলা ময়না
বন্ধু আমার অতো অল্প সল্পে কিছু হয়না।
একটা ভাল চাকরি তার বলার মতন বেতন
একটা ভালো চাকরি তার নাদুশ নুদুশ বেতন
বছর শেষে বোনাস তার পর বিদেশ ভ্রমণ।
একটা ভালো বাড়ির সাথে বারিধারায় বাড়ি
তাও যদি দাও থামবেনা তো আমার আহাজারি।
হৃদয় যার দরিদ্র তার অভাব টুকুই আপন
আমি স্বচ্ছল তাই এঁকেছি দুচোখে স্বচ্ছলতার স্বপন,
ছোট্ট যাদের হৃদয় তারা অল্প পেলে খুশি
আমার হৃদয় সবার জন্য সব চায় বেশি বেশি।
আমার তো নেই দেবার অনেক পারছিনা তো দিতে
পারবনা তো না দেবার এই লজ্জা মেনে নিতে,
আমারও তো তোমার মতো জীবন জোড়া দৈন্য
কিন্তু আমার চাওয়ার বেলায় নেই কিছু কার্পণ্য।
শিল্পী- সায়ান
সুর, কথা- সায়ান
এক বন্ধু একবার খুব খেলাচ্ছলে জিগ্যেস করেছিল আমার কাছে, আমার জন্যই, আদর্শ জীবন এর রূপ টা কি। কেমন হোক চাই আমি আমার জীবনের বাকিটা, হোক সবটা ? খুব সহজ উত্তরটাও কেমন করে যেন খুব কঠিন হয়ে গেলো। খেলাচ্ছলে আমিও-- অনেক সুখ চাই, অনেক সরল জীবন, তারচেয়েও একজন সরল বিশ্বাসী ভালবাসার মানুষ। চিন্তাটা ওখানেই শেষ হয়ে গেলে ভালই ছিলো।
সারাজীবন খুব গর্ব করে ভাবতে ভাল লেগেছে পৃথিবীতে সবচে ভাল আমি চিনি আমার এই নিজেকে। এই ভুল টা ভেঙেছে যাহোক। সত্যিইতো !! কি চাই আসলে জীবনে? অনেক সুখ? সেটাতো সবাই চায়। একেকজনের সুখের সংঙা, ব্যাখ্যা একেক একেক রকম। আমার টার ব্যাখ্যা আমি কি জানি? খুব ভেবেছি।
দিনের পর দিন। কিছুতেই স্থির করতে পারিনা। এটা...ওটা...সেটা...। কেবল বদলায় সেই সুখের সংঙা, ভাবনা, সেই সুখের রুপ। ঠিক ঐ সময় সায়ান এর স্বপ্নের দৈন্য গানটা শুনা।
খুব ছুঁয়ে গিয়েছিলো কথাগুলো.......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।