শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের বিশেষ অভিযান
পরিবেশ অধিদপ্তর শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা বাস্তবায়নের লক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশার নেতৃত্বে আজ সকালে শাহবাগ মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করে। সরকারী, বেসরকারী পরিবেশবাদী সংগঠন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এ কার্যক্রম পরিচালনা করা হয। অভিযানে বাস, প্রাইভেট গাড়ি এবং মোটর সাইকেলকে হর্ন দেওয়ার জন্য জরিমানা ও মামলা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর এবং বেসরকারী সংগঠনের প্রতিনিধিরা শব্দদূষণ সম্পর্কে জনসচেতনা বৃদ্ধি জন্য লিফলেট এবং স্টিকার বিতরণ করে। পরিবেশ অধিদপ্তরের এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে অব্যাহত রাখার আহবান জানাছি।
অভিযান চলাকালীন সময়ে শব্দদূষণ পরিমাপক যন্ত্রে শাহবাগ এলাকায় বিভিন্ন উৎস হতে সৃষ্ট শব্দের মাত্রা পরিমাপ করে। এসময় সর্বোচ্চ ১০০ ডেসিবেল শব্দ সৃষ্টি হতে দেখা যায়। অথচ হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান থাকায় এটি নীরব এলাকা হিসেবে চিহ্নিত হওয়ায় শব্দদূষণ বিধিমালা অনুসারে এখানে ৫০ ডেসিবেলের অধিক মাত্রায় শব্দ সৃষ্টি করা দণ্ডনীয় অপরাধ। পর্যবেক্ষনে দেখা যায় শুধুমাত্র গাড়ীর হর্ণের কারণে এই এলাকা সহনীয় মাত্রার দ্বিগুন মাত্রায় শব্দ সৃষ্টি হচ্ছে। হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ সরকারী অফিস থাকায় এই এলাকায় প্রচুর লোক সমাগম হয়।
শব্দদূষণের কারণে এসব মানুষ ক্ষতিগ্রসত্দ হচ্ছে। জনস্বাস্থ্য রক্ষায় সকল এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন ।
আগামীকাল দারুস সালাম, মিরপুর এলাকায় সকাল ১০:৩০ টায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।