শব্দদূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে কতিপয় সুপারিশ
গাড়ির ক্ষেত্রে :
গাড়ীতে এক ধরনের উচ্চ শব্দ সৃষ্টিকারী যন্ত্র লাগানো আছে। এই যন্ত্রগুলো বিরক্তিকর শব্দ সৃষ্টি করে। অধিকাংশ ক্ষেত্রে প্রাইভেট গাড়ী, মোটর সাইকেলে এ ধরনের যন্ত্র ব্যবহার করতে দেখা যায়। শব্দদুষণ হ্রাসে এ যন্ত্রগুলোর ব্যবহার নিষিদ্ধ করতে হবে এবং শাস্তির ব্যবস্থা করতে হবে।
অনেক সরকারী গাড়ী অনবরত হর্ণ বাজানো অবস্থায় দেখা যায়।
সরকারী যানবাহনের এ ধরনের কার্যক্রম মানুষের মনে নেতিবাচক ভাবনা সৃষ্টি করে। সরকারী চালকদের এ আইন সর্ম্পকে অবহিত ও শব্দদূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
যাত্রীবাহী বাসগুলো দ্রুত যাওয়ার লক্ষ্যে হর্ণ বাজায় এবং বেপরোয়া গাড়ী চালায়। যা শব্দদূষণ সৃষ্টির পাশাপাশি, বেপরোয়া চালানোর ফলে দূর্ঘটনার সম্ভাবনা বৃদ্ধি করে।
হিউম্যান হলার, ছোট যাত্রীবাহী গাড়ী শব্দদূষণ সৃষ্টি করছে এবং বেপরোয়া গাড়ী চালাচ্ছে।
এ বিষয়ে তাদের সুনির্দিষ্টভাবে সর্তক করা।
হর্ণ নিষিদ্ধ সংক্রানত্দ সর্তকবাণী প্রর্দশনে পরামর্শ :
ঢাকা শহরের প্রত্যেকটি সড়কে শব্দদূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করা।
পর্যবেক্ষণে দেখা গেছে কামাল আর্তাতুক এভিনিউ, শুলশান ১-২ রোডে ও মোড়ে হর্ণ বাজানো নিষেধ সাইন বোর্ড আরো বৃদ্ধি করা প্রয়োজন।
যে সব স্থানে শুধুমাত্র ব্যানার রয়েছে ব্যানারগুলো সরিয়ে ফেলে সেখানে সাইনবোর্ড স্থাপন করা প্রয়োজন।
বাস, ট্রাক অন্যান্য পরিবহনের পিছনে হর্ণ বাজানো নিষেধ সাইন লাগানো নির্দেশ প্রদানও বাস্তবায়ন করা গেলে, স্বল্প খরচে সচেতনতা সৃষ্টির বড় একটি সুযোগ পাওয়া যাবে।
দক্ষতা বৃদ্ধি বিষয়ে পরামর্শ :
শব্দদূষণ নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ ও সার্জেন্টদের আরো সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। ]
ট্রাফিক পুলিশ ও সার্জেন্টদের প্রশিক্ষণ মডিউলে শব্দদূষণ বিষয়টি অন্তভুক্ত করা।
ঢাকা শহরের প্রত্যেকটি সিগন্যালে শব্দদূষণ নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত এবং প্রয়োজনে বিশেষ টিম গঠন করা।
জনসচেতনতা বৃদ্ধিতে করণীয় :
টিভি ও রেডিওতে শব্দদূষণ বিষয়ে প্রচারণা বৃদ্ধি করা।
নিয়মিত বিভিন্ন স্থানে বিশেষ টিমের মাধ্যমে শব্দদূষণ নিষিদ্ধ কার্যক্রম বাসত্দবায়নের আইনী পদক্ষেপ গ্রহণ করা।
জরিমানা ও শাস্তি প্রদানের গণমাধ্যমে প্রকাশ করার ব্যবস্থা রাখা।
জনগণকে শব্দদূষণ সৃষ্টিকারী গাড়ীর বিরুদ্ধে সার্জেট বা ট্রাফিক পুলিশের নিকট অভিযোগ প্রদানের উৎসাহী করা।
'পুলিশ সপ্তাহ পালনের সময় বেসরকারী সংগঠন, স্কাউট, গালর্সগাইড, বিএনসিসির মাধ্যমে শব্দদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত কার্যক্রমে অংশগ্রহণ করানো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।