আমাদের কথা খুঁজে নিন

   

স্বদেশে ৩৩ দিন



এক বছর পর দেশে গেলাম গত মাসে। দেশে যারা থাকেন তারা হয়ত দেশের পরিবর্তন গুলোকে ঠিক আঁচ করতে পারেন না। কিন্তু আমরা যারা প্রবাসে থাকি তারা ঠিকই দেশে গেলে টের পাই কোথায় কি হলো। প্রথম পরিবর্তন যেটা বেশ স্বাভাবিক মনে হল সেটা হল মোবাইল ফোনের বিস্তার। মোবাইল যে আর ফ্যাশন নয় সেটা বুঝতে পারলাম।

প্রত্যন্ত গ্রামেও দেখলাম ক্যামেরার মেগাপিক্সেল নিয়ে আলাপ হতে। এর ফলে দেখলাম অনেক বিওবান ব্যক্তি নকিয়ার একটি সাধারন সেট নিয়েই সন্তুষ্ট। আর যে জিনিস টা লক্ষ্য করলাম সেটা হল , যানবাহনের বিশেষ করে মটরসাইকেল এর ব্যপক বিস্তার। সব জিনিষের দাম বাড়লেও মটরসাইকেল এর দাম তেমন বাড়েনি দেখলাম। তাই জ্বালানী তেলের এত দাম হওয়া স্বত্তেও সবাই এই আধুনিক ঘোডার পিঠে চড়তে চায়।

যার কান মললেই সে না লাফিয়ে সুধু সামনে আগায়। আবার দেখা হবে...কারন আপনাদের কারও সাথে আমার এখনো দেখাই হয়নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।