আমাদের কথা খুঁজে নিন

   

প্রবাসী দেশপ্রেমিকের স্বদেশে প্রত্যবর্তন ও অন্যান্য

শিরোনামহীন প্রমিত

রহমান সাহেব। অস্ট্রেলিয়া প্রবাসী। সেখানকার গোল্ডেন ব্রিজ কন্স্ট্রাকশনে মোটামুটি একটা ভালোপদে জব করেন । স্ত্রী-সন্তান, বাড়ি-গাড়ি আর চাকুরি নিয়ে "মোটামুটি" ভালোই আছেন। "মোটামুটি" ভালো থাকার কারন হচ্ছে দেশ।

কিছুদিন ধরে তিনি দেশে ফেরার জন্য ছটফট করছেন। অস্ট্রেলিয়ায় আর মন টিকছে না তার । অথচ এই মাস ছয়েক আগেই আগেই দেশ থেকে ঘুরে এসেছেন ! তাই এবার তিনি একেবারে পারমানরন্টলি দেশে ফিরে যাওয়ার চিন্তা ভাবনা করছেন। তার স্ত্রী সোহানার কাছেও ফিরে যাওয়ার কথাটা বলেছন তিনি। সোহানার অবশ্য দেশে ফিরে যাওয়ার খুব একটা ইচ্ছে নেই ।

তবুও স্বামীর কথায় মত দিয়েছেন তিনি। রহমান সাহেব তাই দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন । মনে মনে ভাবছেন , অনেক তো নিজের কথা ভাবলাম , এবার একটু দেশের জন্য কাজ করতে হবে তো! ****** সাত মাস হলো রহমান সাহেব সপরিবারে একেবারে দেশে ফিরে এসেছেন। এসেই বেশ গুছিয়ে নিয়েছেন। একটা প্রাইভেট ফার্মে চাকরি নিয়েছেন।

পৈত্রিক সূত্রে পাওয়া জমির একটা বড় অংশ একটা স্কুলের জন্য দান করে দিয়েছেন। সেই সাথে একটা ব্লাড ডোনার অর্গানাইজেশনের সাথে আছেন। আর এখন একটি এতিমখানার ব্যপারে ভাবছেন। যাই হোক, আগামীকাল তার এক কলিগের মেয়ের বিয়ে। সেই কলিগ তাকে এত আন্তরিক ভাবে নিমন্ত্রন করেছেন যে রহমান সাহেব ফেলতে পারেন নি।

তাই আজ তিনি তার স্ত্রী সোহানাকে নিয়ে বিয়ের গিফট কিনবেন। সোহানা অবশ্য গিফট আগামীকাল কিনতে চেয়েছিল। তবে রহমান সাহেবের মতে আগেভাগে কাজ সেরে রাখাই ভালো। দেশে ফিরে এখনো গাড়িটা কেনা হয়ে ওঠে নি। তাই সিএনজি দিয়েই মার্কেটে রওনা দিলেন তারা দুইজন।

কাছাকাছি এসে হঠাৎ সিএনজি আচমকা ব্রেক কষল। দুইজন যুবক হাতে পিস্তল নিয়ে রহমান সাহেবের মাথায় তাক করে কর্কশ স্বরে বলল, " যা আছে বের কর, কোন কিছু বাদ দিবি না " । রহমান সাহেব ভ্যাবাচ্যাকা খেয়ে সামান্য প্রতিবাদ করতে চাইলেন । পিস্তলের বাড়ি খেতে হলো এজন্য তাকে । ভয় পেয়ে তিনি এবার সিএনজি ছেড়ে দৌড় দিতে গেলেন।

যুবক দুজনের রহমান সাহেবের এই 'অবাধ্যতা' পছন্দ হলো না। গুলি করে বসল রহমান সাহেবের বুকে, টানা তিনটা বুলেট মোক্ষম জায়গায় আঘাত হানল। তার স্রী এসব দেখে সাথে সাথে অজ্ঞান হয়ে গেলেন। বাইরে খানিকটা দূরে কিছু লোকজন দাঁড়িয়ে পুরো ব্যাপারটা দেখল, ব্যাপারটা নিয়ে কাউকে চিন্তিত মনে হলো না। ****** পুরো ব্যাপারটা এরকমই।

এদেশে মেধাবী মুখেরা দেশের টানে ফিরে আসে, আর দেশ তাদের মুলি বাঁশ দেয়। কী সুন্দর ! *****

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.