আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। তারা হাসে।তাদের হাসির জন্যে আমি লিখি 'সবকিছু হাসির বিষয় নয়' তারা হাসে না! তবু আমি লিখব।
কণ্ঠলগ্ন তৃষ্ণা
সরোবরে এসো
দ্যাখ তার বুকভরা আস্ফালন
সরোবর যেন মনের সাগর।
ম্রিয়মান দৃষ্টি
আকাশে তাকাও
দ্যাখ পূর্ণতার লুকোচুরি
সূর্য যেন আকাশের ক্রীতদাস।
অলস দুটি পা
ধানসিঁড়ি মাঠে থাম
দ্যাখ ফসলের কোলাহল
ভূমি যেন গ্রামের তল্পিবাহক।
এ-সবের কারণ :
সাগর তো আর পাহাড় নয়
ক্রীতদাস কখনোই ভিখারী নয়
শ্রম কারো রক্ষিতা নয়।
চেয়ে দ্যাখ জীবনের সব কবিতায়
অনুভূতি জেগে থাকে অস্থি-মজ্জায়।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।