আমাদের কথা খুঁজে নিন

   

বিচার বিষয়ে বাইবেলের শিক্ষা

comments.plz@gmail.com

মনেকরি আলিমুদ্দিন একজনকে খুন করলো এবং বিচারে দোষীও প্রমানিত হলো। কিন্তু যদি আলিমুদ্দিনের বদলে তার চার ছেলের ভিতর সবচেয়ে ছোট ছেলে কলিমুদ্দিনকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে আলিমুদ্দিনের খুনের শাস্তি দেয়া দেয়া হয় তাহলে কি তাকে ন্যায় বিচার বলা যাবে? বিশ্বাস করেন আর নাই করেন বাইবেলেই কিন্তু এরকম শাস্তির কথা উল্লেখ আছে। ঘটনাটা এরকম : ”আর নুহের ছেলেরা, যার তার সাথে নৌকায় ছিলো তারা হলো শেম(Shem), হাম(Ham), যাফেথ( Japheth): আর হাম [ছিলো] কেনান (Canaan) এর পিতা। এরাই ছিলো নুহের তিন পুত্র যাদের মাধ্যমে পুরো পৃথিবী পূর্ণ হয়েছিলো। আর নুহ গৃহী মানুষ হয়ে উঠলেন, আর তিনি আঙুর বাগান বানালেন: আর তিনি মদ্য পান করলেন, এবং মাতাল হয়ে পড়লেন; আর [মাতাল হয়ে] নিজের তাঁবুতে নগ্ন হয়ে পড়ে থাকলেন।

আর হাম, কেনান এর পিতা, তার বাবার নগ্নতা দেখে ফেললো, আর তার ভাইদেরকে এ ব্যপারে অবহিত করলো। আর শেম ও যাফেথ একটি কাপড় নিলো, আর [ইহা] নিজেদের কাঁধের উপর রাখলো, আর পশ্চাঁদমুখী হয়ে গেলো, আর তাদের বাবার নগ্নতা আবৃত করলো; এবং তারা পচাঁদমুখী [ছিলো], আর তারা তাদের বাবার নগ্নতা দৃষ্টি গোচর করলো না। আর নুহ যখন মদের নেশা থেকে জেগে উঠলেন, এবং তার মধ্যম পুত্রের কৃতকর্ম সম্পর্কে অবহিত হলেন। আর তিনি বললেন, অভিশপ্ত [হোক] কেনান; সে তার ভাতৃদিগের দাসেরও দাস [হিসেবে গন্য] হবে” (Genesis 9:18-25) এই ঘটনাটাকে এভাবে বলা যায়, নুহ মাতাল হয়ে নগ্ন অবস্থায় তার তাঁবুতে পড়ে ছিলেন। হাম, নুহের দ্বিতীয় পুত্র তাকে এই অবস্থায় দেখে ফেলে তার অন্য ভাইদেরকে জানায় (অনেক বাইবেল বিশেষজ্ঞদের মতে: হাম বাবার এই অবস্থা নিয়ে উপহাসও করেছিলো, যাকে নুহ আক্রমণাত্মক বলে মনে করেছিলেন আর এজন্যই তিনি অভিশাপ দিয়ে ছিলেন)।

বাকি দুই ছেলে তাদের বাবার এই নগ্ন অবস্থায় লজ্জিত হয় এবং তাকে কাপড় দিয়ে ঢেকে দেয় তার দিকে না তাকিয়েই। নুহ যখন জ্ঞান ফিরে পেয়ে হামের কান্ড জানতে পারলেন তখনই তিনি অভিশাপ দেন ”অভিশপ্ত [হোক] কেনান; সে তার ভাতৃদিগের দাসেরও দাস [হিসেবে গন্য] হবে” নুহের তিন ছেলে ছিলো- শেম, হাম, যাফেথ। হামের চার ছেলে- কুশ, মিযরাইম, ফুত, কেনান (Genesis 10:6) প্রশ্ন হলো- নুহ কে নগ্ন অবস্থায় দেখেছিলো কে? উত্তর হলো- হাম। তর্কের খাতিরে ধরি ইচ্ছায় হোক বা অনিচ্ছায়, বাবার নগ্নতা দেখে হাম পাপ করেছিলো। প্রশ্ন:- অভিশাপ কাকে দেয়া উচিত? উত্তর:- হামকে।

কিন্তু আমরা অভিশপ্ত হিসেবে পেলাম কেনানকে, যে কিনা আসলে কোন দোষই করেনি। আর চার ভাইয়ের মাঝে কেনানকে আলাদা করার কারণ কি সেটাও উল্লেখ করা হয়নি। আবার বাইবেলেই আছে ”সন্তানের পাপের জন্য বাবাকে মৃত্যুদণ্ড দেয়া যাবে না; আবার বাবার পাপে সন্তানকে মৃত্যুদণ্ড দেয়া যাবে না: যার যার পাপের শাস্তি তার নিজেকেই বহন করতে হবে” (Deuteronomy 24:16) __________________________________________ ব্লগে দেখলাম আস্তিকরা সবসময়ে দাবী করেন যে নাস্তিকরা আসলে নাস্তিক নয় তারা আসলে ইসলাম বিদ্বেষী। এই অপবাদ খন্ডনের জন্যই আসলে এই লেখার অবতারণা। এরকম বিষয় পেলে আবার বিভিন্ন ধর্ম নিয়ে লেখার ইচ্ছা আছে।

আমার ব্লগে প্রকাশিত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.