সুখীমানুষ
সংক্ষিপ্ত সংলাপ - ৩৯ ("পাগল হয়ে যাচ্ছি" এই অনুভূতিটা অসহ্য )
: ফিরে যাবো!
: হ্যাঁ ভুলেও যাও
: গায়ের ওড়নাটা খুলে দিয়ে যাই?
: এর মানে কি?
: সবইতো দিয়েছি, ইজ্জতটাই বাকী ছিলো
: (চুপ)
: সিম্বল হিসাবে এইটাও দিয়ে যাই
: কি বলছো!
: যেতেই যখন বলছো, নিঃস্ব হয়েই তবে যাই
: অতিরিক্ত রাগে দোষ ঢাকছো?
: দোষ করি আর নাইবা
: তো?
: ফিরে যাওয়া ভুলে যাওয়া কেন ওঠবে?
: আমাকে আড়াল করে অন্যে কেন মেসেজ দিলে
: কেন মোবাইল ধরতে যাও আমার?
: ধরবোনা?
: আমি তোমার, তুমিও জানো, আমিও
: (চুপ)
: জানোনা?
: জানি
: তবে কিছু নিজস্বতা কেন রাখতে দিবেনা?
: চাইনা অন্য কেউ থাকুক মাঝে
: মাঝে তো নেই!
: তবে?
: তুমি আমার ঘর, অন্যরা চলার পথ।
: (চুপ)
: তুমি আমার লক্ষ্য, তোমার ভিতরে আমার বাস
: আর পথ?
: চলার জন্য অপরিহার্য্য, লক্ষ্যও নয়, ভিতরেও বাস নয়!
১৫-১০-০৮, ঢাকা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।