আমাদের কথা খুঁজে নিন

   

বুড়ো পায়ের বুড়ো আঙ্গুল

সংবিধানের তৃতীয় ভাগ –এ “মৌলিক অধিকার” এর অংশ- “জীবন ও ব্যাক্তি স্বাধীনতার অধিকাররক্ষণ” ৩২- এ বলা আছে, জীবন ও ব্যাক্তি স্বাধীনতা হইতে কোন ব্যাক্তি কে বঞ্চিত করা যাইবে না।

আজ আর তোমার শুকিয়ে যাওয়া চারশ বছরের নদীর মত বুকটায় আমার হাত না বুলিয়ে বরং তোমার বুড়িয়ে যাওয়া বুড়ো পায়ের বুড়ো আঙ্গুল টাতেই খানিকটা লোভের পাল্লা । তোমার বুক চুষে শুকনো নদী বানিয়েছি কিন্তু বুড়ো আঙ্গুলটা যে এখনো বাঁধন হারা কিশোরী থেকে গিয়েছে খেয়াল করিনি ,মাইরি । কপালে ভাঁজ আর চোখের নীচে কালো হয়ে আসা দাগগুলির একটুও কি লজ্জা নেই বলো । তোমার সেীন্দর্যকে পরাজিত করার জন্য ওরা যেন বিদ্রোহে জ্বলছে তো জ্বলছেই ।

বহুদিন পর আয়নার সামনে দাঁড়িয়েছি আজ । দেখি আমারও কয়েকটা চুল সাদা হয়ে গিয়েছে । পেছনে তুমি বিছানায় । পা দুটো আকাশের দিকে । আয়নায় দেখি তোমার বুড়ো পায়ের বুড়ো আঙ্গুলটা ।

আর আমার পুরোনো তোমার বুকের লোভ আজ তোমার নখে । বুড়ো পায়ের বুড়ো আঙ্গুল টায়........ আমাদের সময় শেষ হয়ে গেল ,মনা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।