আমাদের কথা খুঁজে নিন

   

আবার আমাকেই

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।

আমি বিক্ষোভে ফেটে পড়ি রাজপথে টগবগে বারুদ ফোটে ধমনীর রক্তে মুষ্টিবদ্ধ হাতে শ্লোগান দেই বাতাসে স্বৈর শাসকের বিরুদ্ধে ।

পুলিশের টিয়ের গ্যাসে জ্বালা করে চোখ অমানবিক নির্যাতনের শিকার হ্ই কারাগারে ১৪৪ধারা ভঙ্গ করার অপরাধে গুলি খাই শাসকের রোষানলে পড়ে । ঝলসে যায় সারা শরীরের চামড়া আমি নিহত হই বার বার আমার শ্লোগানে আহত সৈরাচার কুকুরের মত কামরে ধরে আমার পা । আমার প্রতিবাদের শিখা স্পর্শ করে সৈরাচারের গদি সন্ত্রাসী শাসকের হাত চূর্ণ করে ছুড়ে ফেলি ঘ্বণাভরে ডাস্টবিনে । ক্ষমতায় আসীন করি একটি নতুন শাসক ক্বতজ্ঞতা স্বীকার ওদের অভ্যাসে নেই দুদিনেই খসে পড়ে ওদের জনদরদীর মুখোস অবিকল এক ওদের চেহারা । আবার সেই টকটকে মাতাল চোখে আমাকেই চোখ রাঙায় ওরা ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.