আমাদের কথা খুঁজে নিন

   

জিয়া বিমান বন্দরের সামনে মূর্তী কেন?

যা বলবো সত্য বলবো, তবে সব সত্য বলবো না।

জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বের হলেই, পথমে গোল চত্বর, যার সামেন মসিজদ, এককটি মাদরাসা। আরো সামান্য পূর্বে হজ্জ ক্যাপ। সামনে পিবত্র হজ আসেছ। আমরা মুসলমান, (যদিও লর্ড ম্যাকালের শিক্ষা নীতির কারণে, রঙে বর্ণে বাঙালী হলেও কার্যত ইংরেজ, স্বাধীনতাকালীন ভারতের সাথে মাখামাখি ও তাদের নির্লজ্জ বশ্যতা মেনে আজ আমরা চিন্তা ও মননে অনেকটা হিন্দু) বস্তুত আমাদের ঐতিহ্য মূর্তী ভাঙার ঐতিহ্য।

হজের শিক্ষার মধ্যে অন্যতম হচ্ছে মূর্তী ভাঙা। রাসূল নিজ হাতে পিবত্র কাবা ঘর থেকে তা অপসারণ করেছেন ও ভেঙেছেন। আমাদের চেতনাও তাই, যারা নিজদের মুসলমানভাবে, তাদেরও এভাবেই মুসলমানিত্বের পরিচয় দেয়া উচিত। এ দেশে আমরা (মুসলমানরা) নিজদের সংখ্যা ঘরিষ্ঠ বলে মনে করি, বিশ্বও সে হিসেবে চিনে। আমাদের এহেন কর্ম করা কীসের উদ্দেশ্যে? মূর্তী ছাড়া অন্য কিছু নিমার্ণ করলে হয় না? আমরা কি কাফেরদের এ কালচার ত্যাগ করতে পারি না? না, যারা বাস্তবায়ন করেছ তারা তাদের এজেণ্ডা, প্রতিটি কাজে ও কর্মে গুরুদের নিকট প্রমাণ করতে হবে, আমরাই তোমাদের যোগ্য অনুচর।

এ জন্য সব কিছু করতে পারি, নিজেরা অনৈসলামিক কাজ করতে পারি, অনৈসলামিক কাজের মাধ্যমে খাঁটি মুসলমানদের মনে ও অনুভূতিতে আঘাত দিতে পারি... আলেম সমাজ কী একটু দৃষ্টি দিবেন। আমরা আপনাদের পূর্ণ সমর্থন ও সহযোগীতা প্রদান করব। আল্লাহ তুমি মূর্তী নিমার্ণ বন্ধ করার জন্য তওফিক দাও। সবাইকে নামে নয়, কাজে মুসলমান হওয়ার তওফিক দাও। আমীন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.