আমাদের কথা খুঁজে নিন

   

যে কারনে কাদের মোল্লার ফাঁসীর রায় হয়নি

ঘুমিয়ে থাকা বিবেকের জাগ্রত সত্ত্বা আজ সকালে অনেক আনন্দিত ছিলাম। উত্তেজনায় রক্তের তাপমাত্রা ৩৭ ডি.সে বেশি হয়েছিল মনে হয়। ছোটকালে দাদা-দিদা বলতো বেশি আনন্দ করলে নাকি কোন প্রত্যাশিত বস্তু পাওয়া যায় না। আজ সেই কথা মনে হয় সত্যি হয়ে গেল। একাত্তরের মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতাদের রায় ঘোষণা নিয়ে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে তা বণর্নাতীত।

আমরা জানি না কেন জাতি এই রায় পেল তবে খুব জানতে ইচ্ছে করছে। ফাসি না হওয়ার কারন গুলো খুজতে গিয়ে যা পেলাম তা হলো *আজ ফাঁসীর রায় হলে জামায়াত শিবির সারা দেশে তাণ্ডবলীলা চালাতো *গত কয়েক মাস ধরে শিবিরের হাতে পুলিশ নাজেহাল অবস্থায় দিন পার করছে ঠিক এই মুহুর্তে েএই রায় কিছুটা হলেও প্রশমন হবে *সরকারের কিছু মহল বিদেশীদের চাপের কথা বলে রায়কে লূজ করেছে? * পরবর্তী রায় সাঈদের বিরুদ্ধে ফাঁসী হতে পারে এ্মন আশঙ্কায গুনেতের ধারায় ফাসি-যাবজ্জীবন- ফাঁসী এই ক্রম অনুসরণ করা হয়েছে কি না? *রাজনৈতিক প্রহশন থাকতে পারে * বিচারপ্রতি নাসিমের মতো আরো কারও স্কাইপি শিবিরের কাছে জমা পরেছে কি না আর তা নিয়ে কোন ব্লাকমেইল হয়েছে কি না > পরশেষে মাননীয় বিচারক মহোদয় আপনারা বিচারে যে রায় ঘোষণা করেছেন তা নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই। আমরা জানি আপনারা অনেক কিছু দেখে ও না দেখার ভান করেন। শুধু এইটুকু বলতে পারি ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে আপনি কিংবা আমি যে দেশের মুক্ত বাতাস গ্রহণ করতেছি সেই বাতাসের কাছে আজ অনেক অপরাধী আর ঋনী থেকে গেলাম। চল্লিশ বছর যেখানে স্বাধীনভাবে তারা চলাফেরা করেছে ঠিক সেই মুহুর্তে তাদের যাবজ্জীবন রায়টা কতটা প্রয়োজন ছিল সেটা আপনাদের ভালো জানা কথা।

সাড়ে পনের কোটি জাতির স্বপ্ন নাশ করার ক্ষমতা নিশ্চয় আপনাদের নেই? কেউ যখন একজন ব্যক্তিকে হত্যা করে তখন আপনারতো ঠিকই ফাঁসীর কাষ্টে ঝুলান তাহলে সাড়ে তিনশজনকে হত্যাকরার পরও কেন এই রায় তা বোধগম্য নয়। স্তম্ভিত জাতিকে ফের অন্ধকারে ছেড়ে দেয়া আর পরাধীন থাকা একই কথা। শুধু শুধু আমাদের ত্রিশ লক্ষ ভাই-বোন বিদায় নিল। মাননীয় সরকার কয়েকদিন আগে মহামান্য রাষ্ট্রপ্রতি যাবজ্জীবন প্রাপ্ত আসামীকে বেকসুর খালাস দিয়েছিলেন রাজনৈতিক বিবেচনায়। আজ সাড়ে তিন সেঞ্চুরি কিলার (হত্যাকারী) অভিযোগে অভিযুক্ত কাদের মোল্লার যাবজ্জীবন হইলো মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির দাবীকারী সরকারের আমলে।

অদৃষ্ট যদি খারাপ না হয় হাসিনা সরকার যখন থাকবে না তখনই কি সেই সময়ের রাষ্ট্রপ্রতি কাদের মোল্লাকে খালাস দিবে না তার নিশ্চয়তা কি? তাহলে কি যুদ্ধাপরাধীর বিচার দাবী কারী সরকার জামায়াত-শিবিরের ভয়ে ভীত? নাকি এটা সেফ একটা প্রহশন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.