আমাদের কথা খুঁজে নিন

   

যেখানে সবসময় রাত

সংবিধানের তৃতীয় ভাগ –এ “মৌলিক অধিকার” এর অংশ- “জীবন ও ব্যাক্তি স্বাধীনতার অধিকাররক্ষণ” ৩২- এ বলা আছে, জীবন ও ব্যাক্তি স্বাধীনতা হইতে কোন ব্যাক্তি কে বঞ্চিত করা যাইবে না।

ভোরের আলো পেীছায় না এখানে অনেকদিন অন্ধকার কাটেনা বলে এখানে সবসময় রাত । কৃত্রিম বিদ্যূতে এখানে উৎযাপিত হয় জোৎস্নার উজ্জ্লতা চোখের জলে উপস্থাপিত হয় এখানে শরীরের উষ্ন নগ্নতা । পুঁজিবাদিতে এখানের মানুষেরা সবকিছুকে ক্ষয়েছে মূল্যবোধকে উপেক্ষা করে চলছে এখানে মাংসের রাজনীতি । কখনও অট্টহাসিতে ভেসে আসে অশ্লিল গালাগাল দূর হতেও বাতাসের ধ্বনিতে কানে শোনা যায় ।

এখানেই বারবার উৎপাদন করা হয় শুক্রানু দুটি থলথলে মাংসপিন্ডে পুরুষ খোঁজে শান্তি । একবার উলঙ্গ হলেই বাঁচার প্রত্যাশা যায় বেড়ে সেই নারী তার চরিত্র হারায় মাত্র সত্তর টাকায় । চার দেয়ালের মাঝে সবাই বন্দি -যেন ১৬ শিক হঠাৎ করেই সেখানে জরায়ু ধারণ করে নতুন প্রজন্ম । নারীর চোখের জলে জড়বস্তুও হয়ে আসে ভারি পুরুষ হাসতে হাসতে পা রাখে পৃথিবীর বুকে । নারী ফিরে পায় আবার তার পূর্বেকার চরিত্র বস্ত্র নিবারণ করে পেতেই হবে সত্তর টাকা ।

আর - জোছনার নব্যতা কাটেনা ,ভোরের আলোও পেীছায় না অন্ধকারে আলো আসেনা বলে এখানে এখনও রাত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.