আমাদের কথা খুঁজে নিন

   

সংক্ষিপ্ত সংলাপ - ৩৫ (নিস্ফল)

সুখীমানুষ

সংক্ষিপ্ত সংলাপ - ৩৪ (আনন্দ-উন্মাদ) : ভালোবাসি : ! : এ এক বিষ্ময়কর অনুভূতি জানো! : কি বলছেন! (বিষ্ময়ের ঘোরে) : সত্য : সম্ভব? : হলো তো (সহজ করেই) : কিন্তু আমি কি কখনো... : বলেছি কিছু? : তবে? : দেখেছি, মুগ্ধ হয়েছি, শ্রদ্ধা করেছি... : হুমম.. : কোন্ ফাঁকে যে... (মন খারাপ) : এ আপনার ইনফাচুয়েশান : নাহ্ এ আমার প্রথম সত্য উপলব্ধি : কিন্তু আমি তো ... (থেমে গেলো) : জানি আমি : তবে? : বলেছি "ভালবাসি", কিছু চেয়েছি কি! : মানে? : ভালোবাসা হয়ে যায়, হয়ে গেলো (মন খারাপ) : এখন! : সামলে নেবো : সেই ভালো : যদি সম্ভব হতো, যদি... (আমতা আমতা) : হুম হুম.. : সম্ভব যদি হতো তবে কি ভালোবাসতে? : সে তো বলতে পারবোনা। : যাক উপলব্ধিটা স্বর্গীয় : আর কষ্টটা? : নারকীয় ( ঠোট কামড়ে কান্না চাপা) : কি করবেন এখন? : দূরে ছিটকে সরে যাবো, বহু দূরে। ১৩-১০-০৮, ঢাকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।