/
মিডিয়ার শ্লোগানে কাচের গ্লাসে টইটুম্বুর মিনারেল ওয়াটার
জীবন বাঁচানোর নামে হরদম দামে বিক্রি হচ্ছে জীবন
গনস্বাস্থ্য নীতির প্রশংসিত কাজে মা হাতে মাম তুলে দিচ্ছেন
পানিও কিনে খেতে হয় এখানে
আমাদের জীবনের নাকি বড় দাম !
অন্ন বাসস্থানের অধিকার তারা আমাদের হাতে তুলে দিয়েছেন
বিশুদ্ধ পানির সুফল জানিয়ে ভয় ঢুকিয়েছেন অবিশুদ্ধতায়
আমাদের বেসিনে কলকল করে পরে কালো পানি
আমরা খাই হাগি মুতি, হেগে ভর্তি করি কলেরা হাসপাতাল
নিরাময়ের নামে গুটিকয় জড়িবুটি দেন স্বাস্থ্যমন্ত্রী
ওয়াশার কোন দায় নাই তাই চ্যানেল মিডিয়ায়
আইস কুল ওয়াটারের বাড়াবাড়ি বিজ্ঞাপনের কোন দোষ নেই !
শুদ্ধ পানির গল্প জানানোর পরে যেন আর কিছু করবার নেই
নীতিবাগীশ গোল টেবিলেও উঠে পড়েছে বোতল ওয়াটার
বোতলের মডেলে তারা নিজেদের বেশ মানিয়ে নিয়েছেন
পানি বাণিজ্যে দেশকে উসকে দিয়ে শুদ্ধতার
ত্রিশংকু পুলসিরাতে আমাদের উঠিয়ে দিলেন !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।