আমাদের কথা খুঁজে নিন

   

সংক্ষিপ্ত সংলাপ - ৩৩ (বিভ্রান্তি, হুমম... তাই কি?)

সুখীমানুষ

সংক্ষিপ্ত সংলাপ - ৩২ (নিরীহ না পায় চোখের নীর) : ভালোবাসো? : হ্যাঁ তো ! ( বিভ্রান্তির হাসি) : দয়া করো, সিরিয়াস হও : এহেহেম এহেহেম.. (গলা পরিষ্কার) : সামনে থেকে যাওতো (কপট রাগ) : ছুচ লে ফির... (দুষ্টমি) : কেন কষ্ট দাও? : কেন কষ্ট পাও? : কিছু বলোনা বলে : না বলাতেও কষ্ট! : এ যেন সহস্র বার খুন : কোন ছুরিতে? : তোমার অবহেলার : দেই কি? : ওমমম.. তাওতো পাইনা : ইয়াহ ইয়ুহ হু হু.. (দুষ্টামি হাসি) : হাসবেনা অমন করে (রাগ) : কেন রেগে যাও? : রাগার অধিকারও দাওনি? : অমন করে কেন ভাবো? : কেমন করে ভাববো? : হুম.. তাইতো! (বিভ্রান্তির হাসি) : শুন্যে দুলছি আমি : আমিও : অমন করে বলোনা : হুমম : আমার কষ্ট হয় হিংসাও : হুমম (মন খারাপ) : মন খারাপ হয়ে গেল? : আমার মন খারাপ হয়না, হতে নেই (বিভ্রান্তির হাসি) ১১-১০-০৮, ঢাকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।