উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা
বিশ্বব্যপি অর্থনৈতিক মন্দার উৎপত্তি স্থল কোথায় তা সকলেরই জানা।
তবে বিশ্বের সবচেয়ে আধুনিকতম প্রযুক্তির শীর্ষে অবস্থানকারি এই মহান দেশে এটা কেন হবে এটাই অনুসন্ধান ও পর্যালোচনার বিষয়।
যুক্তরাষ্ট্রের কি নেই, প্রযুক্তির উৎকর্ষ, আধুনিকতম আর্থিক পর্যালোচনাকারি সফ্টওয়্যার (যা আমরা চোখেও দেখিনি)। এর পরেও আর্থিক প্রতিষ্ঠানসমূহে ধ্বস, মেনে নেয়া যায় না। "দাল মে কুছ কালা হ্যায়", হমম ভেতরে গন্ডগোল।
আসলে তাই।
ব্যংক সমুহের বাচ বিচারহীন ঋন প্রদান। বীমা কোম্পানীর কাজবিহীন, লাগামহীন আয়। মধ্যসত্যভোগীদের সরকারী অদৃশ্য সহায়তা। আর্থিক কোম্পানীর অভ্যন্তরে গুরুতর অনিয়ম (সোজা কথায় দূর্নীতি বলা যেতে পারে আমার মতে)
সবই আমার ব্যক্তিগত পর্যালোচনার মতামত।
ভুল হতে পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।