আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের ক্রিকেটের বিজয়ে আমি কেন খুশি হতে পারি না ..

আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে

আমি মোটেও দেশপ্রেমিক কেউ নই। কোন ক্রিকেট বোদ্ধাও নই ... মিড অফ, মিড অন, পয়েন্ট, ঘালী, থার্ড ম্যান .. বল কখন কোথায় যায় ঠিক ঠাওর করতে পারি না .. তবু অচেনা এবং না জানা কোন কারণে বাংলাদেশের ক্রিকেট দলের কোন খেলা থাকলেই আমি অদ্ভুত আচরণ করি। মস্তিষ্কের নিউরনগুলো ভুল জায়গায় ভুল সংকেত পাঠাতে থাকে। যেমন, আজকে। সকালে ঘুম থেকে উঠেই সেল ফোনের নেটে বাংলাদেশের খেলার ফিক্সচারটা চেক করে নিলাম।

প্রাতঃকালীন ক্রিয়াদি অর্ধসমাপ্ত রেখে টিভি দেখতে বসলাম। দাঁত না মেজেই দেখতে দেখতে নাস্তা। ঝিম মেরে বসে দেখছি। টিভিতে বিটিভি প্রায় দেখাই যায় না, ছবি সাদা-কালো দেখা যাচ্ছে, ঝাপসা আসছে, অবোধ্য কোন কারণে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে ছবি, ওপরের দিকে মাথা কাটা যাচ্ছে, সেই মাথার অংশটা আবার নিচে দেখা যাচ্ছে। তা-ই সই।

গ্যাঁট হয়ে বসে থাকলাম। দেখবই। এর উপর আমার নিয়ন্ত্রণ নেই। আমাকে দেখতেই হবে। এত কষ্ট করে যখন খেলাটা দেখি, তখন সে দল জিতে গেলে আমার তো আনন্দিত হবারই কথা।

স্বাভাবিক ! কিন্তু কেন যেন আমি একই সাথে বিষণ্ণ হয়ে পড়ি। সবকিছু তাল-গোল পাকিয়ে ফেলি। কোথাও আমার কোন সমস্যা হয়। বাংলাদেশের ক্রিকেট খেলার বিজয়ের সাথে বাংলাদেশকে, বাংলাদেশের বিজয়কে গুলিয়ে ফেলি। আমার মনে হতে থাকে ভাষা আন্দোলনেও তো আমরা বিজয় পেয়েছিলাম, একাত্তুরে মুক্তিযুদ্ধেও, নব্বই এর গণ-অভ্যুথ্থানে, গেল বছর জানুয়ারীতে .. সব বিজয়ই তো বিকৃত হয়ে গেল, কিছুই ধরে রাখতে পারলাম না !! বিজিতই আজ বিজয়ীর পোশাকে সর্বত্রই অভ্যর্থনা পায়, রাষ্ট্রীয় অতিথিশালায়, রাজনৈতিক পানশালায়, বুদ্ধিজীবী পাঠশালায়।

ধুর্‌, আমি খেলার ভেতর রাজনীতি টেনে আনছি, উৎসবের দিনে অর্বাচীন প্যাঁচাল পারছি। আমি আসলে মানসিকভাবে অসুস্থ ! না হলে কোথায় আমি আজকের দিনে রাজাকারের হাতে পতাকা দেখে খুশি হব, তা না, ছাপান্ন-সাঁইত্রিশ-সতের বছরের পুরান কাসুন্দি ঘাটছি। আজকের এই দিনে আমার উচিৎ এইসব ভুলে যাওয়া .. মন খুলে আনন্দ করা .. ঢাকার রাস্তার নতুন চটক বি এম ডব্লিও, লেক্সাসের মত উড়ে চলা, কিন্তু বিকারগ্রস্থের মত আমার চোখ আটকে যায় দোয়েল চত্বরের ফুটপাথে .. নগ্ন বিষণ্ণ শুয়ে থাকা শিশুর ক্ষুধার্ত মুখে -- সাঁইত্রিশ বছরের বাংলাদেশের বিজয়ের অর্জনের দিকে। [আমার এই পোস্টটির কারণে আমি সকল সম্মানিত ব্লগারের কাছে ক্ষমাপ্রার্থী। সবাইকে বিজয়ের অভিনন্দন।

]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.