গফরগাঁও কে বিশ্বের মাঝে উপস্হাপন করতে চাই
৩১ অক্টোবর বিকাল ৪টায় ৫৪২ হজযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৪৭ ফ্লাইটটি প্রথম হজ ফ্লাইট হিসেবে সৌদি আরবে উদ্দেশে ঢাকা ছাড়বে। হজযাত্রী নিয়ে শেষ ফ্লাইটটি ঢাকা ছাড়বে ২ ডিসেম্বর।
হাজীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট ঢাকা এসে পৌঁছবে ১১ ডিসেম্বর। বিমানের মোট ৭৫টি ফ্লাইট এবার হজযাত্রী পরিবহন করবে। এছাড়া সৌদি এয়ারলাইনসের বেশ কয়েকটি ফ্লাইটও বাংলাদেশি হজযাত্রী পরিবহন করবে।
সচিবালয়ের ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কড়্গে সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিতকল্পে গতকাল অনুষ্ঠিত এক আনত্মঃমন্ত্রণালয় সভা শেষে তাৎড়্গণিক প্রেস ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা এ এফ হাসান আরিফ এ তথ্য জানান।
এবার হজ ব্যবস্থাপনা আগের চেয়ে ভালো হবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন। এরই মধ্যে গৃহীত কার্যক্রমে সনেত্মাষ প্রকাশ করে তিনি বলেন, হজ ব্যবস্থাপনা নিশ্চিতকল্পে এবারই প্রথমবারের মতো বেশ কয়েকটি পদড়্গেপ নেয়া হয়েছে। এবার সুনির্দিষ্ট পরিচিতিসহ মোয়ালেস্নম ফি নেয়া হয়েছে। এতে বিমানের ক্যাপাসিটি লস হবে না।
ব্রিফিংয়ে জানানো হয়, এবার সরকারি-বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে হজযাত্রীর সংখ্যা ৫০ হাজারের ওপর। এর মধ্যে সাত হাজারের কিছু বেশি সরকারি ব্যবস্থাপনায় এবং প্রায় ৪৩ হাজার বেসরকারি ব্যবস্থাপনায়। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের প্রায় ৮০ শতাংশ এবং বেসরকারি ব্যবস্থাপনার প্রায় ৬০ শতাংশ বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে। অবশিষ্টদের জন্য এক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে। বেসরকারি ব্যবস্থাপনায় ২০৬টি হজ এজেন্সি রয়েছে।
এর মধ্যে ১৬০টি তাদের বাড়ি ভাড়ার কাজ সম্পন্ন করেছে।
গতবারের প্রতারক হজ এজেন্সি সম্পর্কে ধর্ম উপদেষ্টা বলেন, গত বছর একটি এজেন্সি হজযাত্রীদের পুরো টাকা আত্মসাৎ করে পালিয়েছিল। তার খুঁটি এতোটাই মজবুত ছিল যে, এতো বড় অপরাধ করার পরও তাকে কেউ গ্রেপ্তার করতে পারছিল না। শেষ পর্যনত্ম টাস্কফোর্স তাকে গ্রেপ্তার করেছে। কৃত অপরাধের শাসিত্ম সে পাবে বলে আশা করছি।
তিনি বলেন, সরকার ও হজ এজেন্সিগুলো যৌথ উদ্যোগে পুরো হজ ব্যবস্থাপনা সম্পন্ন করে থাকে। এখানে সরকার বেসরকারি ব্যবস্থাপনার প্রতিপড়্গ নয়, বরং সহায়ক শক্তি।
হজব্রত শেষ হওয়ার পরই আগামী বছরের হজ ব্যবস্থাপনা নিয়ে এখন থেকে মাসে একটি করে বৈঠক করার সিদ্ধানত্ম নেয়া হয়েছে বলে উপদেষ্টা জানান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।