রাজধানীর ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজকে আগামী ১০ মার্চের মধ্যে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় ঘোষণা করা না হলে ১১ মার্চ থেকে আবারও আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দিয়েছেন উভয় কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা।
ইডেন কলেজের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে অনেক দিন ধরে আন্দোলন করে আসছেন কলেজের শিক্ষার্থীরা। সরকারের পক্ষ থেকে অনেকে আশ্বাস দিলেও তাদের দাবি বাস্তবায়িত হয়নি। আন্দোলনের অংশ হিসেবে ২ মার্চ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এদিকে, একই দাবিতে গত ১৩ ফেব্রুয়ারি থেকে আন্দোলন করে আসছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন। এ সময় আগামী সাত দিনের মধ্যে ঢাকা কলেজকে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় ঘোষণার জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানান তারা।
আজ বুধবার সকাল থেকে ঢাকা কলেজকে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুৃরু হয়েছে।
এ প্রসঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের আহ্বায়ক কমিটির প্রধান মো. আতিক বুধবার দ্য রিপোর্টকে জানান, দাবি মানা না হলে আগামী ১১ মার্চ কলেজের সামনে অবস্থান ধর্মঘট পালন করা হবে। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।