আমাদের কথা খুঁজে নিন

   

নাটক: বাজিকর ও হিপোক্রেট এবং ইভা রহমানের কনসার্ট

আত্মবিশ্বাসহীনতায় প্রকট হচ্ছে আত্মার দেউলিয়াত্ব, তবুও বিশ্বাস আগের মতই নিশ্চল..

এমনিতে টেলিভিশন খুব একটা দেখা হয়না, তদুপরি ৫-৬দিন ব্যাপী ঈদ অনুষ্ঠানের বহর দেখে রীতিমত জবুথবু অবস্থা। কিন্তু ঈদের ছুটিতে বাসায় এসে যেহেতু কোন কাজই পাচ্ছিনা(১ঘণ্টা সাইবার ক্যাফেতে কাটানো বাদে), তাই টেলিভিশনের চ্যনেল পরিবর্তন করাটাই এই মুহূর্তে আমার একমাত্র কাজ। অন্যদিকে এত প্রতিনিয়ত চ্যানেল পরিবর্তন করার কারণে কোন অনুষ্ঠানই ঠিকমত দেখা হয়না। যাইহোক এমন চ্যানেল ঘুরাতে ঘুরাতেই দুটো নাটক বেশ ভালো লাগল; একটি চ্যনেল আইয়ে প্রচারিত বাজিকর এবং ২য় টি আরটিভিতে প্রচারিত হিপোক্রেট। সকলের জ্ঞাতার্থে বলে রাখি- দুটোর কোনটিই আমার সম্পূর্ণ দেখা হয়নি। যেটুকু দেখেছি তার নিরিখে বলব বাজিকর নাটকটির আইডিয়াটা খুবই চমৎকার লেগেছে, বিশেষত সমাপ্তিটুকু... আর হিপেক্রেট নাটকের বিষয়বস্তু আধুনিক নাগরিক জীবনের নৈতিক অবক্ষয়ের গল্প, যেখানে স্বামী-স্ত্রী উভয়ই একে অন্যের আড়ালে পরকীয়া প্রেমে আসক্ত, অথচ কী নিখুত ও অকৃত্রিমভাবে পরস্পরের প্রতি কমিটমেন্টের অভিনয় করে যায়। আমার মনে হয়েছে নাগরিক জীবনে দাম্পত্যের এমন হিপোক্রেসি খুবই স্বাভাবিক ঘটনা হয়ে যাচ্ছে ইদানীং। সবশেষে বলব ইভা রহমান প্রসঙ্গে....আবারও ঈদে তার এককক সঙ্গীতানুষ্ঠান!!!!!আচ্ছা মানুষ এত নির্লজ্জ হয় কিভাবে! আমার ধারণা এটিএন বাংলার সকল কর্মকর্তা-কর্মচারীর তার ক্যাসেট কেনা বাধ্যতমূলক। হায় কী তার কণ্ঠ। তাকে নিয়ে এটিএন যে রকম বাড়াবাড়ি করছে এখনো যদি তার মধ্যে সমান্যতম প্রতিভাও থাকত এতদিনে সে নিশ্চয়ই রুনা লায়লা-সাবিনা ইয়াসমিনের পর্যায়ে চলে যেত..........যাইহোক, ১০ টি গানের ১২ টি দেশে চিত্রায়ণ....!!!!শেষ করব আমার এক স্থানীয় বন্ধুর উক্তি দিয়ে_ ' ইভা রহমানের সৌজন্যে বিভিন্ন দেশের সৌন্দর্য দেখতে পাচ্ছি এবং রকমারি শাড়ির বিজ্ঞাপন দেখতে পারছি ...তাই ইভা রহমান আমাদের পর্যটন ও ফ্যশন আইকন!!!!!"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.