আমাদের কথা খুঁজে নিন

   

সংক্ষিপ্ত সংলাপ - ২৪ (প্রপোজ)

সুখীমানুষ

সংক্ষিপ্ত সংলাপ - ২৩ (ভালোবাসিনা আর!) : দিতে চাই : আচ্ছা আচ্ছা (দুষ্টমি ও ঢং) : জীবনের সমস্ত সত্যি দিয়ে : শুনিতো আগে! : নতুন জীবন : না দিতে পারলে লাত্থি খাইতে রাজি? : দেহে ও মনে। : আজ হতেই তবে শুরু করে দাও : কি? : আমার নতুন জীবন গড়া। : রাজি তবে! (জন্মের খুশি) : হুমম..পটে গেলাম তো! (সরল সহজ হাসি) : এই নাও : কি এ! : একটা আকাশ : ওমা! এতবড় আকাশ দিলে! কি করবো? : সাজাও নিজের মত করে : কি দিয়ে? : অন্ধকার ব্যাকগ্রাউন্ড দিতে পারো : আর? : কামারের জ্বলন্ত লোহার রং এর চাঁদ : তারা থাকবে? : তোমার আকাশ, সাজাও তোমার মত : আহা বলোনা, তারা দিবো? : দাও, তবে কম আলোয় : কেন? : ওমা! চাঁদ আছে যে! : হুম তাইতো! খেয়ালই নেই! (ঢং) : এ আমাদের দু'জনের বুদ্ধির সংসার : আমি কিছু দিবোনা? : বাধ্য নও, তোমাকে রাখবো স্বেচ্ছাচারী : এ ভালো লাগবে? : সব ভালো লাগে বলেইতো সপে দিলাম! : সপে নিলেনা? : না : কেন গো! (কপট মন খারাপ) : বাধা পড়লাম, বাধলামনা : কেন? : আমি এমনই। : আমি এমনই, বুদ্ধু! (ঢং করে বকা) ২-১০-০৮, ঢাকা (আজ রমজানের ঈদ, সবাইকে ঈদের শুভেচ্ছা)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।