আমাদের কথা খুঁজে নিন

   

ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণিত হওয়ায় আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে টাইব্যুনাল-২।

যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণিত হওয়ায় আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে টাইব্যুনাল-২। আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে চতুর্থ অভিযোগটি ছাড়া বাকি পাঁচটি অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায়ে বলা হয়েছে। প্রমাণ না হওয়া অভিযোগটি হলো- ঘাটার চরে শতাধিক মানুষ হত্যা। ১৯৭১ সালের ২৫ নভেম্বর সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত শতাধিক নিরস্ত্র গ্রামবাসীকে হত্যা করা হয়। এ ঘটনায় কাদের মোল্লাকে অভিযুক্ত করা হয়েছিল। ফাঁশির আশা আছিল। তাও, রাজকারের বাচ্চা জেলেই মরব ইনশাআল্লাহ!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.