আমাদের কথা খুঁজে নিন

   

সাগরের তেল-গ্যাস ইজারা কার্যক্রম স্থগিত রাখুন : ওয়ার্কার্স পার্টি



সাগরের তেল-গ্যাস ইজারা কার্যক্রম স্থগিত রাখুন : ওয়ার্কার্স পার্টি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং বিশ্ববিদ্যালয়ের ১২৮ জন শিক্ষক সাগরের তেল-গ্যাস ইজারা কার্যক্রম স্থগিত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস এক বিবৃতিতে বলেন, তত্ত্বাবধায়ক সরকার বিদায় বেলায় দেশ ও জনগণের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে সাম্রাজ্যবাদী বহুজাতিক কোম্পানির হাতে সমুদ্রবক্ষের তেল-গ্যাস সম্পদ লুণ্ঠনের চক্রান্ত ও ষড়যন্ত্র করছে। তারা সরকারের এই চক্রান্ত ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা তেল-গ্যাস লুণ্ঠনের এ চক্রান্ত থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। যদি সরকার এ ষড়যন্ত্র ও চক্রান্ত থেকে অবিলম্বে বিরত না হয়, তাহলে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতৃত্বে দেশের দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে এ চুক্তির বিরুদ্ধে মাঠে নামতে বাধ্য হবেন বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তারা আরো বলেন, সাম্রাজ্যবাদের পদলেহী লুটেরা বুর্জোয়া শ্রেণীর সরকার গ্যাস সম্পদের সিংহভাগ লুণ্ঠন করার জন্য সাম্রাজ্যবাদী বহুজাতিক কোম্পানিগুলোকে সুযোগ করে দিয়েছে। ২০০২ সালে সাম্রাজ্যবাদের বশংবদ সরকার মাটির নিচে প্রচুর গ্যাস সম্পদ মজুদ থাকার যুক্তিতে ৩ দশমিক ৬৪ ট্রিলিয়ন গ্যাস রপ্তানি করার ওকালতি করেছিল। কিন্তু জনগণের আন্দোলনের মুখে সে চক্রান্ত-ষড়যন্ত্র কার্যকর হতে পারেনি। ঢাকা, চট্টগ্রাম, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১২৮ জন শিক্ষক এক বিবৃতিতে বলেন, সংবিধান সূত্রে জ্বালানি সম্পদের মালিক জনগণ। তা সত্ত্বেও জনগণের সুনির্দিষ্ট সম্মতি ও অনুমোদন ছাড়া এই সরকার নিজেরা মালিক সেজে সাগরের তেল-গ্যাস ব্লকগুলোর জন্য গোপনে মডেল পিএসসি ২০০৮ প্রণয়ন করেছে।

এই পিএসসিতে ইজারাদার বহুজাতিক কোম্পানির জন্য এলএনজিতে রূপান্তর করে উৎপাদিত গ্যাসের শতকরা ৮০ ভাগ রপ্তানি করার সুযোগ বা বিধান রাখা হয়েছে। তারা আরো বলেন, পরবর্তী নির্বাচিত সরকার ক্ষমতায় আসার সামান্য আগে আগামী অক্টোবরের মধ্যেই সাগরের ৯টি ব্লকের চুক্তি সম্পাদনের জন্য দ্রুতগতিতে ইজারা কার্যক্রম চলছে। এই ইজারা কার্যক্রমের আইনি কর্তৃত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা রয়েছে। তা সত্ত্বেও ইজারা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তারা অভিযোগ করেন। তারা বলেন, সংবিধান ও আইন দ্বারা তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ড শুধুমাত্র সংসদ নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ।

সে কারণে তেল-গ্যাস-কয়লার মতো খনিজ সম্পদের জন্য নতুন নীতি বা চুক্তি সম্পাদন করা এ সরকারের জন্য অসাংবিধানিক ও অবৈধ। তারা সাগরের তেল-গ্যাস ইজারা দানের উদ্যোগ স্থগিত রাখা এবং কয়লানীতি অনুমোদন ও ফুলবাড়ী চুক্তি লঙ্ঘনের অপতৎপরতা বন্ধ করার জন্য সরকারের কাছে দাবি জানান। বিবৃতিতে সই করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনিসুর রহমান, আ আ ম স আরেফিন সিদ্দিক, এ কে এম সাদ উদ্দিন, মোহাম্মদ হোসেন মনসুর, আকমল হোসেন, জাহিদ হাসান মাহমুদ, মোহাম্মদ তানজিম উদ্দিন খান, এম এম আকাশ , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মইনুল ইসলাম, ইরশাদ জামান খান, খান তৌহিদ জামান খান, হোসাইন কবির, মোহাম্মদ আবুল হোসেইন, মাহবুবুর রহমান, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. জাফর ইকবাল, রেজাই করিম খন্দকার, ইয়াসমিন হক, অধ্যাপক ড. সুশান্ত কুমার দাস, শায়লা খান, মোহাম্মদ সাদিকুন্নবী চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাসান আজিজুল হক, সাইদুর রহমান খান, মুখলেসুর রহমান, আব্দুস সোবহান, হাবিবুর রহমান, মলয় ভৌমিক, মোহাম্মদ নাসের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আনু মুহাম্মদ এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এম শামসুল আলম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।