আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতির নিলাম

পাখি এক্সপ্রেস

শবযাত্রায়ায় নিলাম হাঁকে স্মৃতির যাদুঘর শবযাত্রায়ায় নিলাম হাঁকে স্মৃতির যাদুঘর। অশ্লীল দ্রুততায় দরপতন নষ্ট বালিকার বুকের স্পন্দনে লোমকূপে জমা বালুও গর্জে ওঠে ইতিহাসের দাবিতে দর হাঁকে দেদারচে... কেনে দু'এক। অথচ তোমার নির্মম ঘুম অথচ তোমার নির্মম ঘুম নগ্ন অবহেলায় ধ্রুপদী গীতের ক্লান্ত সুরে প্রকাশ করো ধীরে জ্বলার সাদৃশ্যতা। এখানেই নির্মম হয়ে যায় বর্তমান তুমি জানো... জানতে... কণাংশ স্মৃতিও নিজস্ব নয়; এড়িয়ে চলো- মোড় নাও- বাঁক ধরো আর আমি... আমরা চিৎকারে রই গলা ছেড়ে শবযাত্রায় নিলাম হাঁকে স্মৃতির যাদুঘর! ২৭.০৯.০৮ রাত ০১.৩৫ মি.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।