আমার মৃত্যু যেন আমার সকল ইচ্ছা পূরণের পর হয়
একদা এক বিলাই পাছা দুলাইয়া দুলাইয়া বাজারে যাইতেছিলো তা দেইক্যা শুয়োরে কয় ওই বিলাই এদিকে আয় একটা কাম কইরা দে! বিলাই কয় না আমার কাম আছে। শুয়োরে কয় বেশিক্ষন লাগবো না! বিলাই কয় জলদি ক আমারে আবার বাজার করতে অইবো। শুয়োরে কয় আমার পিটটা একটু চুলকাইয়া দে! বিলাই কয় যা এহান থেইক্যা আমি তুর পিট চুলকামু আমার কি ঠ্যাকা পরছে? শুয়োর কয় তুরে ২টাকা দিমু! বিলাই কয় না ৫টাকা দিলে আমি চুলকামু! শুয়োর কয় আইচ্চা লইস! তার পর বিলাই বাজারের ব্যাগ থুইয়া শুয়োরের পিট চুলকাইতে লাগলো। চুলকাইতে চুলকাইতে কয় তুর আবার পিট চুলকানি কেমনে উটলো? শুয়োরে কয় কাদা পানিত তাকতে তাকতে পিটে চুলকানি উটছে। বিলাই আদা ঘন্টা চুলকাইলো, পরে কয় আমার বাজারের দেরী হয় তুই আমারে ট্যাকা দে আমি বাজরে যাই, শুয়োর কয় কিয়ের ট্যাকা ২টাকা নিলে নে না নিলে ভাগ।
বিলাই চেইতা গিয়ে বাজারের ব্যাগ লইয়া চইলা গেলো।
বাজার কইরা আইবার পথে দেহে গন্ডারে শুয়োরের পিট চুলকাইতেছে। বিলাই পলাইয়া কি সীন হয় তা দেকবার লাগছে। আদা ঘন্টা চুলকানির পর শুয়োর গন্ডাররে কয় ২ট্যাকা নিলে নে না হইলে ফুট। গন্ডারে দুই ট্যাকা নিয়া সিদা হাটা দিলো, বিলাই এ সীন দেইক্যা অনেক রাগ হইলো।
বিলাই বাজারের ব্যগ লইয়া আবার হাটা দিলো, এট্টু পর শব্দ পাইয়া বিলাই ফিরা দেহে শুয়োরে কাদা পানির ভিতরে পইরা গেচে। পরে কাহীনি বুইজা বিলাই আসতে আসতে মুইতা দিলো।
** গন্ডারে ফিরা আইয়া শুয়োরের গোয়ায় জুরে এট্টা লাতি মাইরা তারে কাদা পানির ভিতরে ফালাই দিচে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।