আমাদের কথা খুঁজে নিন

   

শুয়োর দারাদ আহমেদে নামক চোরটার হাত কেটে নেয়ার দাবি জানাই।

বাক স্বাধীনতা মানে সত্য বলার অধিকার। আমার এক বন্ধু একবার জাপানে পড়তে যাবে জন্য জাপানী একজন প্রফেসরের কাছে মেইল পাঠিয়েছিলো। ফিরতি মেইলে জাপানী প্রফেসর যা লিখেছিলেন তা নিম্নরূপ- ''ক্ষমা করবেন, আমি আপনাকে আমার ছাত্র হিসেবে গ্রহন করতে আগ্রহী নই। এর আগে আমার কাছে দুইজন বাংলাদেশী প্রফেসর পিএইচডি ডিগ্রী নিতে এসেছিলো- যাদের পারফরমেন্সে আমি অত্যন্ত হতাশ। তারা নিজেদের প্রফেসর বলে থাকেন অথচ- তারা বায়োলোজি, মাইক্রোবায়োলজি, মাইকোলজি জানেন না, এমনকি ভালো করে বীজগনিতের সমাধানও করতে পারেন না।

তাদেরকে সব কিছু আমাকে গোড়া থেকে শেখাতে হয়েছে। সুতরাং আমি আর কোন বাংলাদেশীকে পড়াতে আগ্রহী নই" মেইলখানা পড়ার পর কেমন যেন লজ্জা লজ্জা লাগছিলো। আমাদের সম্পর্কে ওদের তাহলে ধারনা এই? ছিঃ ছিঃ!! আমরা বিশ্ববিদ্যালয়ে তাহলে কি শিখি? আজকে প্রথম আলোর একটা খবরে পড়লাম যে, বাংলাদেশে জাপান-বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র করার নামে জাপানী অধ্যাপক আজুমার কাছ থেকে ছয় কোটি টাকা নিয়ে আত্নসাত করেছে দারাদ আহমেদ নামে এক বাংলাদেশী। ছিঃ ছিঃ। এই লজ্জা কই রাখি?? জাপান বাংলাদেশের সবচেয়ে বড় সাহায্যকারী দেশ।

জাপানীরা বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের অন্তর্গত বিভিন্ন দেশকে নানাভাবে সাহায্য সহযোগীতা করা থাকে। তারা অত্যন্ত সুসভ্য জাতি। অথচ আমরা নিজদের দোষে জাপানের কাছে এবং বিশ্বের কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট করছি। ভাবমূর্তি আগেও ভালো ছিলো না আর দিন দিন তা আরও খারাপ করছি। আমরা চাই অবিলম্বে দারাদ আহমেদ নামক শুয়োরটাকে গ্রেপ্তার করে টাকা আদায় করা হোক এবং তার হাত কেটে নেয়া হোক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.